বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ, কৃষি

‘নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা গড়তে কাজ করছে সরকার’

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১৯শে সেপ্টেম্বর ২০২০ ০৪:০৪:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উন্নয়নশীল রাষ্ট্রর পরিচয় বহন করে। তাই সুষম, নিরাপদ ও শক্তিশালী খাদ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছে সরকার।

এছাড়াও নতুন-নতুন পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে আগামী দিনে বাংলাদেশের খাদ্য ব্যবস্থাপনা বিশ্বে রোল মডেল হিসেবে জায়গা করে নিবে। 

আজ শনিবার (১৯শে সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার উন্নয়ন মূলক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুদার এমপি।

মন্ত্রী বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারী সহযোগিতার মাধ্যমে উন্নত হচ্ছে সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠির জীবনমান।

আগামী দিনে দেশে কোন গৃহহীন পরিবার থাকবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, গৃহহীন পরিবারগুলোকে পনর্বাসন করার কাজ চলছে। নতুন করে আরো বড় পরিসরে কাজ শুরু করা হবে। মেধাবী জাতি গঠনে মাদক মুক্ত সমাজ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

পোরশা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার নাজমূল হামিদ রেজা, উপজেলা চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, ওসি শফিউল আজম খান।

নিজ নির্বাচনী এলাকা পোরশায় গিয়ে মন্ত্রী স্থানীয় আইন শৃঙ্খলা ও উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় যোগ দেন। এছাড়া নতুন তালিকা ভূক্ত প্রতিবন্ধি ভাতা প্রদানের কার্ড বিতরন, প্রতিবন্ধি শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরন, চিকিৎসা সহায়তার চেক বিতরন ও মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে যোগ দেন। 

বিকেলে তিনি পোরশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিদের সাথে মত বিনিময় করেন। এতে দেশের চলামান উন্নয়ন বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ও দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে দিক নির্দেশনা দেন মন্ত্রী।

আরও পড়ুন