জেলার সংবাদ, অপরাধ

‘বন্দুকযুদ্ধে’ গরীবের ডাক্তার হত্যাকাণ্ডের মূল হোতা নিহত

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে অক্টোবর ২০১৯ ০৯:০৬:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গরীবের ডাক্তার খ্যাত চিকিত্সক শাহ আলম হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন নিহত হয়েছে।

পরে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।

এর আগে, মঙ্গলবার নগরীর রেলওয়ে স্টেশন এলাকা থেকে চিকিৎসক শাহ আলম হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনসুর পরিবহণের লেগুনা চালক ফারুককে আটক করে র‌্যাব। বিকালে চালক ফারুক চট্টগ্রামের বিচারিক হাকিম শিপলু কুমার দে’র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

সে জানায়, গত বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহ আলমের উপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। হামলার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে, তারা ছুরি দিয়ে তার চেহারা বিকৃত করে দেয়।

গত শুক্রবার দুপুরে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা বাইপাস সড়ক থেকে শাহ আলমের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি দীর্ঘ ৩০ বছর সৌদি আরবের একটি নামকরা হাসপাতালে বিশেষজ্ঞ শিশু চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সীতাকুণ্ডের ছোট কুমিরায় হলেও, নগরীর চাঁদগাওয়ে থাকতেন। তিনি ছোটকুমিরা গ্রামের মৃত মাস্টার আজিজুল হকের ছেলে।

আরও পড়ুন