অন্যান্য

‘বলসোনারোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা উচিত’

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

বুধবার ২০শে অক্টোবর ২০২১ ০৮:৪৯:৫৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাজিলে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার কারণে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা উচিত।

ব্রাজিলের সিনেট কমিটির তদন্তের পর মঙ্গলবার এমন মন্তব্য করেন দেশটির বিরোধী দলীয় আইনপ্রণেতা রেনান ক্যালহেইরোস।

করোনা ঠেকাতে বলসোনারো সরকারের গৃহীত নানা পদক্ষেপ তদন্তের পর প্রায় ১ হাজার ২শ' পৃষ্ঠার একটি খসড়া প্রতিবেদন প্রকাশ করে সিনেট কমিটি। সেখানে বলা হয়েছে, শুরুর দিকেই টিকা কেনার সুযোগ থাকলেও সেসময় এনিয়ে কোন সিদ্ধান্ত না নেয়ায় ব্রাজিলের টিকাদান কার্যক্রম শুরুতে বিলম্বিত হয়। যে কারণে প্রাণ হারান প্রায় ৯৫ হাজার মানুষ।

তবে বলসোনারোর বিশ্বাস ছিল, বিপুল সংখ্যক মানুষ আক্রান্তের পর হার্ড ইমিউনিটি অর্জন সম্ভব হবে। এদিকে, প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বলসোনারো।

উল্লেখ্য, বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর তালিকায় বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ।   

আরও পড়ুন