'ঈদকার্ড' এক স্মৃতির নাম
একটা সময় ছিলো, ঈদ এলেই ছোট-বড়রা শুভেচ্ছা জানাতো ঈদ কার্ড দিয়ে। শহর-গ্রাম সবখানেই ছিলো ঈদ কার্ডের প্রচলন। তবে প্রযুক্তির দ্রুত প্রসারে হারিয়ে যেতে বসেছে ঈদ কার্ড দেয়া-নেয়ার কালচার।
আগে ঈদ এলে পাড়া-মহল্লার অলিতে-গলিতে ছোট ছোট দোকানে ঈদ কার্ড সাজিয়ে নিয়ে বসত এলাকার কিশোররা। বর্ণিল সব কার্ড। কার্ডগুলোতে লেখা থাকত ঈদের বিভিন্ন শুভেচ্ছা, কবিতা, ছড়া। মজার মজার সব ছবির সঙ্গে লেখা থাকত শুভেচ্ছাবার্তা। এখন কেবল অফিস আদালতে করপোরেট শুভেচ্ছা জানাতে ঈদ কার্ডের কিছুটা ব্যবহার দেখা যায়।
প্রযুক্তি যেমন মানুষের জীবন ব্যবস্থাকে সহজ করে দিয়েছে, তেমনি কেড়ে নিয়েছে অনেক কিছু। তাই এখন আর ফুরসত মিলে না হাতে একটু লেখে শুভেচ্ছা জানানোর। তারপরেও কোনো এক প্রজন্মের কাছে ঈদ কার্ড রয়ে গেছে সজীব স্মৃতি হয়ে।