এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছেন রোমান সানা
এশিয়া কাপ স্টেজ থ্রি ওয়ার্ল্ড র্যাংকিং আর্চারির রিকার্ভ এককে শ্রেষ্ঠত্ব দেখালেন দেশসেরা আর্চার রোমান সানা। ফিলিপাইনের ক্লার্কসিটির ফাইনালে রোমান সানার কাছে হেরেছেন চীনের প্রতিযোগি ঝেনকি শি। সানা জয় পেয়েছেন ৭-৩ সেট পয়েন্টে।
প্রথম সেট ড্র করার পর ২য় সেটে রোমান জেতেন ২৯-২৬ স্কোরে। পরের তিন সেটে রোমান সানার কাছে আর পেরে উঠেন নি ঝেনকি শি। পুরুষ রিকার্ভ এককে সোনা জিতলেও দলগত রিকার্ভের ফাইনালে সোনালি হাসি হাসতে পারেনি বাংলাদেশ। রোমান, তামিমুল ও হাকিমুল আহমেদের দল ৫-৩ সেট পয়েন্টে হেরেছে চাইনিজ আর্চারদের কাছে। রৌপ্য জয়ে প্রতিযোগিতা শেষ করেছে বাংলাদেশ দল।
এদিকে, রিকার্ভ মিশ্র এককে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের রোমান সানা-বিউটি রায় জুটি। ৩য় স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশের এই দুই আর্চারের কাছে হেরেছে চাইনিজ তাইপের আর্চাররা।