জাতীয়, ডেঙ্গু, ডেঙ্গু শিরোনাম

চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে সেপ্টেম্বর ২০১৯ ০৩:০২:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোজিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার, বেলা সাড়ে এগারটার দিকে তিনি মারা যান রোজিনা। গত মঙ্গলবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি। বুধবার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়লে রাতেই ভর্তি করা হয় চমেক হাসপাতালে। ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওয়ার্ডের এইচডিওতে স্থানান্তর করার পর তার মৃত্যু হয়।

চট্টগ্রামের কর্নেল হাট এলাকার বিশ্ব কলোনীতে থাকতেন রোজিনা। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে।

সারাদশে বছরব্যাপী এখন পর্যন্ত ৭৫ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৩৮৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১৭০৪ জন। জানুয়ারী থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৬,৫৪৩ জন রোগী।

আরও পড়ুন