রাজধানী, শিক্ষা

"আমার কাছে স্বাধীনতা মানে কী?" শীর্ষক রচনা প্রতিযোগিতায় লেখা আহ্বান

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ২১শে ডিসেম্বর ২০২০ ০৫:১৭:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইয়ুথ অপরচুনিটিস ও ভারতীয় হাইকমিশন মহান বিজয় দিবস উপলক্ষ্যে "আমার কাছে স্বাধীনতা মানে কী?" শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।

ব্যক্তি, স্থান কিংবা পরিস্থিতি ভিন্নতায় একেক জনের কাছে "স্বাধীনতা" শব্দটির মানে একেক রকম হতে পারে। ১৯৭১ সালে আমাদের নিকট "স্বাধীনতা" মানে ছিল স্বৈরাচারী শাসন থেকে মুক্তি অর্জন করে নির্ভীক ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আপনার-তথা বাংলাদেশের একজন তরুণের নিকট "স্বাধীনতা" মানে কী?

লেখার বিষয়: আমার কাছে স্বাধীনতা মানে কী?

দু'টি বিভাগে লেখা পাঠানো যাবে- ক) বিভাগ: বাংলা ভাষায় প্রবন্ধ খ) বিভাগ: ইংরেজি ভাষায় প্রবন্ধ। তবে, লেখাটি হতে হবে ৫০০ থেকে ৭০০ শব্দের মধ্যে।

বাংলাদেশে বা বিদেশে বসবাসরত ১৮-৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগীদের লেখা জমাদানের শেষ তারিখ আগামী ১০ জানুয়ারি।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে ল্যাপটপ, স্মার্টফোন, ক্রেস্ট, বই ও আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন সার্টিফিকেট।

ফেসবুক ইভেন্ট পেইজ: https://www.facebook.com/events/2745801419083415/

লেখা জমাদানের লিঙ্ক: https://go.youthop.com/my-liberation

বিস্তারিত: https://host.youthop.com/myliberation/

 

আরও পড়ুন