রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাতের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা কোনোভাবেই বন্ধ করা যাবেনা বলে দাবি করেছেন ইউক্রেন সেনাবাহিনীর মেজর জেনারেল কিরিলো বুদানভ।
নিরপেক্ষ অবস্থান থেকে ন্যাটোতে যোগ দেয়া ফিনল্যান্ডের জন্য ভুল হবে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসি জানিয়েছে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো পুতিনকে ফোন দিয়ে কথা বলেছেন।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ছাড়ছে রাশিয়ার সেনাবাহিনী। এমন দাবি করেছেন সেখানকার মেয়র ইহর তেরেকভ। ব্রিটিশ সংবাদ মাদ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
ইউক্রেনে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ উঠেছে রুশ সেনাদের বিরুদ্ধে। কিয়েভে এমনই কিছু হত্যার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এছাড়া এ ধরনের পদক্ষেপে ফিনল্যান্ডের কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে মস্কো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে বিজয় অর্জনের দিন উদযাপন করছে রাশিয়া। এ উপলক্ষ্যে মস্কোর রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে গেল মাসে ২০ লাখের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি অন্তত একদিন সারাদিন না খেয়ে থেকেছেন। খাবারের ব্যয় বহন করতে না পারায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। ফুড ফাউন্ডেশনের এক জরিপের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে।
রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা নিয়ে পশ্চিমাদের একের পর এক হুঁশিয়ারির পরও রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়িয়ে তুলেছে ভারত।
ইউক্রেনের খারকিভে পশ্চিমাদের দেয়া অস্ত্রের চালান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে, বিজয় দিবস উপলক্ষ্যে রাশিয়ায় চলছে প্যারেডের শেষ মুহূর্তের প্রস্তুতি।
বিজয় দিবসের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ৯ মে নাৎসিদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ৭৭তম বিজয় দিবস উপলক্ষে প্যারেডের মহড়ায় ব্যস্ত দেশটি।
রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনায় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন।
রুশ সেনাদের আগ্রাসনে ইউক্রেনের শত শত চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এছাড়াও মারিওপোলের আজভস্টালে রুশ যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে বলেও দাবি তার। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
নাৎসি নেতা হিটলারের শরীরে ইহুদি রক্ত ছিল, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এমন মন্তব্যের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।