সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে বহুবার নারী কেলেঙ্কারির বহু অভিযোগ উঠেছে। অনেক নারীই ট্রাম্পের সঙ্গে প্রেম-যৌন সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
পঞ্চমবার বিয়ে করে এবার থিতু হচ্ছেন ‘বেওয়াচ’খ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। নিজের দেহরক্ষীকে বিয়ে করে নির্বিঘ্নে জীবন কাটাতে সকল সামাজিকমাধ্যম থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী।
অস্কারজয়ী কিংবদন্তি হলিউড অভিনেত্রী ক্লোরিস লিচম্যান আর নেই। গতকাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৯৪ বছর।
বহুদিন বাদে ফের জেলো ম্যাজিক। জেনিফার লোপেজের নতুন মিউজিক ভিডিওতে বুঁদ তার ভক্তরা। হলিউডের সুপারস্টারের নতুন সিঙ্গল ‘ইন দ্য মর্নিং’ ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ভিডিওতে নগ্ন হতেও দেখা গিয়েছে তাকে।
জনপ্রিয় হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। ‘টাইটানিক’ সিনেমার মাধ্যমে সর্বোচ্চ খ্যাতি পেয়েছেন তিনি। কিন্তু সিনেমাটির এত সাফল্যের পরও ব্যক্তিগত সমালোচনার মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। সেটিকে নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতা বলেও আখ্যা দিয়েছেন তিনি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত 'কনসার্ট ফর বাংলাদেশ' এর সহ-প্রযোজক ফিল স্পেক্টর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বছর দুই আগে ভারতের রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে ক্যাথলিক রীতিতে বিয়ে করেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। দুইজনের বয়সের ব্যবধান ১০ বছর থাকার কারণে শুরু থেকেই এই জুটির প্রতি ছিল সবার নজর।