মঙ্গলবার সারা দেশে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা করেন ভক্তরা।
বড়দিনে সারাদেশের গির্জাগুলোকে সাজানো হয়েছে। খ্রিষ্ট ধর্মের অনুসারীরা মেতেছেন আনন্দ-উৎসবে। একই সঙ্গে করোনার দুঃসময় থেকে মুক্তি পেতে প্রার্থনা করা হয়েছে।
করোনা মহামারির মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে খ্রিষ্ট ধর্ম অনুসারীদের বড় উৎসব বড়দিন। মহামারির মধ্যে অসহায় গরিবদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
প্রতি বছর বড়দিনের আগের এই সময়টায় ফিনল্যান্ডের রোভানিয়েমি শহরের সান্তা ক্লজ ভিলেজে নামে পর্যটকের ঢল। করোনার কারণে এবারের চিত্র কিছুটা ভিন্ন হলেও বড়দিনের প্রস্তুতিতে কমতি নেই সেখানে।
করোনাভাইরাস মহামারির মধ্যেই পালিত হবে এবারের বড়দিন। স্থাস্থ্যবিধি মেনে এবার সীমিত পরিসরে হবে খৃষ্টধর্মের সবচেয়ে বড় উৎসব। তবে ঘরোয়া আয়োজনে দেশে দেশে চলছে প্রস্তুতি।
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিন্ড দান অনুষ্ঠান।
পটুয়াখালীতে পূণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হচ্ছে রাস উৎসব।