ধান, সুপারি, ইলিশের জেলা হিসেবে ভোলার খ্যাতি দেশজুড়ে। হিমালয় থেকে নেমে আসা তিনটি প্রধান নদী পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্রবাহিত পলি দিয়ে মোহনার বুকে জেগে উঠেছে দ্বীপজেলা ভোলা।
সমুদ্রের বিশালতা ও রহস্যকে পর্যটকদের সামনে তুলে ধরতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় তৈরি করা হয়েছে সামুদ্রিক জাদুঘর। স্বল্প পরিসরে এর কার্যক্রম শুরু হলেও এরই মধ্যে পর্যটকদের দৃষ্টি কেড়েছে জাদুঘরটি।
নওগাঁর বদলগাছীতে বিলুপ্তির পথে ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন হলুদ বিহার। ঐতিহাসিক হলুদ বিহার প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ কর্তৃপক্ষের উদাসীনতায় এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে।
পর্যটকদের কাছে জর্ডানের প্রাচীন নগরী পেত্রার রয়েছে বিশেষ কদর।ঐতিহাসিক এই নগরীতে এ বছর রেকর্ড সংখ্যক দর্শণার্থীর আনাগোনা হয়েছে।