একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে, সে লক্ষ্যেই সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে।
মঙ্গলবার (১৯শে আগস্ট) ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে সেনা সদস্যদের উদ্দেশে তিনি আরো বলেন, মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব দেখাতে হবে। প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না।
এসময় সেনা সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে। ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি যাতে নষ্ট করতে না পারে সেদিকে সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি।
ডিবিসি/এনএসএফ