হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সাটারিং খুলতে গিয়ে নিচে থাকা পানির ট্যাংকে পড়ে এক তত্ত্বাবধায়কসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার উত্তর কোরিয়ার ওনসান শহরে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুই নেতা উষ্ণ করমর্দন এবং আলিঙ্গন করছেন। এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সরাসরি অংশগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা চলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রপ্তানি পণ্যের ওপর একতরফাভাবে ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর ইউরোপীয় নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এই পদক্ষেপকে একটি বাণিজ্য যুদ্ধের সূচনা হিসেবে দেখা হচ্ছে, যা আটলান্টিকের উভয় পারের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সদস্য রাষ্ট্রগুলোর প্রধানমন্ত্রীরা একযোগে এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রাশিয়া রাতভর এবং শনিবার ইউক্রেনের উপর শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই বর্ধিত বোমা হামলায় অন্তত ছয়জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আবারও দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কাজের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকার না করলে কোনো চুক্তি স্বাক্ষর করা হবে না। তেহরানে দূতদের এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
জয়পুরহাটের আক্কেলপুরে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছেন এক শিক্ষার্থী। এই ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবার হতবাক এবং এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী জিৎ চন্দ্র মোহন্ত আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ছাত্র।
সৌদি আরবে মাত্র এক সপ্তাহে ২১ হাজার ৫৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) শনিবার (১২ই জুলাই) এই খবর জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সে দেশের বসবাস, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম বাণিজ্য অংশীদার, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মেক্সিকোর বিরুদ্ধে ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কাতার-সমর্থিত পিএসজি এই মৌসুমে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। মে মাসে ইন্টার মিলানকে বিধ্বস্ত করে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার পর তারা ফরাসি লিগ এবং কাপও নিজেদের ঝুলিতে ভরেছে। এবার তাদের সামনে বিশ্বসেরার মুকুট পরে এক মৌসুমে চারটি শিরোপা জেতার বিরল গৌরব অর্জনের সুযোগ। সেমিফাইনালে তারা রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে।
টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১২ই জুলাই) ওই স্থানীয় বিএনপি নেতার পায়ুপথ থেকে এ পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তার নাম নুর আহমদ। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)-এর বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহাল এই কঠোর বার্তা দেন। তিনি বলেন, "আগ্রাসীর ওপর আমাদের চাপ বাড়াতেই হবে। যারা এই যুদ্ধকে আর্থিকভাবে সহায়তা করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, যাতে রাশিয়া শান্তি স্থাপনে বাধ্য হয়।"
আরও দেখুন