বিপিএলের সেরা পাঁচে দেশি ক্রিকেটারদের জয়জয়কার
বিপিএলের গ্রুপ পর্ব শেষে পরিসংখ্যানের পাতায় বিদেশিদের ছাপিয়ে দেশি ক্রিকেটারদের দাপট স্পষ্ট হয়ে উঠেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাট-বলের লড়াইয়ে টাইগারদের এমন পারফরম্যান্স শক্তিশালী প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। রান সংগ্রাহকদের তালিকায় সেরা পাঁচের প্রথম তিনজনই বাংলাদেশি, আর উইকেট শিকারিদের সেরা পাঁচে কোনো বিদেশি বোলারই নেই।