টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতা এবং পরিকল্পনার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্মৃতি ভুলে আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন করে শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল। ভ্রমণক্লান্তি উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছানোর পরপরই সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় কঠোর অনুশীলনে মগ্ন হয়েছেন ক্রিকেটাররা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত ‘কে-নাইন’ দলের তিনটি প্রশিক্ষিত কুকুর নিলামে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (২৫শে নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর-১৪ নম্বর সেকশনের পুলিশ লাইনসে অবস্থিত কে-নাইন সদর দপ্তরে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে কুকুর তিনটি মোট ৬ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হয়। এর মধ্যে ‘কোরি’ নামের একটি ল্যাব্রাডর জাতের কুকুর সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মেট্রোরেলের কার্ডে টাকা রিচার্জে স্টেশনে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি আর পোহাতে হবে না যাত্রীদের। ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জের সুবিধা চালু করেছে।
পূর্ব আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে ১০ জনকে হত্যার যে অভিযোগ কাবুলের তালেবান প্রশাসন করেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। আফগানিস্তানের পক্ষ থেকে একে সার্বভৌমত্বের ওপর আঘাত বলে কড়া হুশিয়ারি দেওয়ার পরই পাকিস্তান সেনাবাহিনী এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।
রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি কোনো মেগা প্রকল্পে অর্থ অপচয় না করে সরাসরি মানুষের কল্যাণে বিনিয়োগ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, মেগা প্রজেক্টের চেয়ে মানুষের আত্মকর্মসংস্থান, বিদেশে চাকরির সুযোগ সৃষ্টি এবং মেধার বিকাশই তাদের কাছে অগ্রাধিকার পাবে।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ক্ষত নিয়ে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে ব্যর্থতার মূল কারণ ছিল ব্যাটিং বিপর্যয়, তবে আসন্ন সিরিজে সেই ভুল শুধরে সব ম্যাচ জেতার লক্ষ্য নির্ধারণ করেছেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক।
আজ মঙ্গলবার (২৫শে নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে কাজ করলেও পানির তীব্র সংকট এবং উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধারকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে।
শ্যামনগরে বিষ মিশানো পিঠা খাওয়ায় একই পরিবারের ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩শে নভেম্বর) বিকালে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সংশোধিত শান্তি চুক্তিতে অবশেষে সম্মতি দিয়েছে ইউক্রেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে তৈরি এই চুক্তির বিষয়ে ইউক্রেনীয়রা নীতিগতভাবে একমত হয়েছে। তবে চুক্তির কিছু ছোটখাটো বিষয় এখনো চূড়ান্ত হওয়া বাকি রয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের ইন-ফ্লাইট ম্যাগাজিন ‘ব্লু স্কাই’কে নতুন আঙ্গিকে সাজানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার (২৫শে নভেম্বর ২০২৫) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দেশের বৃহত্তম বেসরকারি এই বিমান সংস্থাটি।
প্রাগ্রসর চেতনার বাতিঘর ও শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ পূর্ণ হতে যাচ্ছে আগামী ২৭শে নভেম্বর। এই মহান শিক্ষক ও নাট্যকারের শততম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে এক বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষ নাট্যদল ‘থিয়েটার’।
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম-১৫ আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।
আরও দেখুন