ইরানের সাধারণ জনগণকে ইরানের বর্তমান ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ আহ্বান জানিয়েছেন তিনি।
ইসরায়েল ইরানে হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেছিলেন, তিনি চান না ইসরায়েল ইরানে হামলা চালাক। সেই সুর পাল্টে কয়েকঘন্টা পরেই বললেন "হয় পারমানবিক চুক্তি কর নয়ত হামলা আরও তীব্র হবে।
ইসরায়েল-ইরান সংঘর্ষের উত্তাপে মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। সেই বারুদের সবচেয়ে স্পর্শকাতর অংশটি হলো হরমুজ প্রণালী—বিশ্ব জ্বালানির শিরা। ইরান যখন ঘোষণা দিল যে ইসরায়েলের হামলার জবাবে তারা হরমুজ কার্যত বন্ধ করে দিচ্ছে, তখন এটা ছিল কেবল একটি প্রতিক্রিয়া নয়, বরং জিও-অর্থনৈতিক যুদ্ধের সূচনা।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ইরান ঘোষণা করেছে যে ইরানের সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার জবাবে তারা ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ই জুন) সকাল পৌনে ১০টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকায় ফিরেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। এর আগে শুক্রবার রাতে ইসরায়েলের সামরিক ও বিমান ঘাঁটিগুলোতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এরপর শনিবার মধ্যরাতে আরেক দফা মিসাইল হামলা চালায় তেহরান।
নড়াইলের লোহাগড়ায় বাড়ির সামনের ঝোপঝাড় থেকে সালমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ই জুন) দুপুরে উপজেলার নলদী ইউনিয়নের গাছবাড়িয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।
ইরানে ইসরাইলের সামরিক হামলার ঘটনায় দ্ব্যর্থহীনভাবে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের বিষয়ে ঐকমত্য হওয়ায় সবাই আনন্দিত।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন।
ইরানে হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বের সব কূটনৈতিক মিশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
বার্তাসংস্থা আল জাজিরাকে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ বলেন যে ইসরায়েলের আক্রমণ গাজা এবং গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সাথে তাদের সাম্প্রতিক ভুল থেকে বিশ্বকে বিভ্রান্ত করার জন্য একটি মরিয়া পদক্ষেপ।
নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি আরও জানান, এজন্য সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।
আরও দেখুন