সিরাজগঞ্জের যমুনা নদীতে অসময়ে দেখা দিয়েছে ভাঙন। আকস্মিক ভাঙনে গত কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়েছে ভাটপিয়ারীসহ আশপাশের গ্রামের কয়েক বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। এমন পরিস্থিতিতে ভাঙনকবলিত নদীপাড়ের মানুষের দাবি স্থায়ী বাঁধ নির্মাণের।
যাদের রাজনৈতিক পুঁজি নেই, জনগণের প্রতি আস্থা নেই, সংস্কার নিয়ে বেশি উচ্চবাচ্য করছে তারাই। সংস্কারকে ইস্যু করে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করা হচ্ছে বলে মনে করেন বিএনপি নেতারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ফোন করেছেন। ট্রাম্প বলেন, আমি মনে করি না যে, তার পক্ষ থেকে এটা কোনো দুর্বলতার ইঙ্গিত। আমি মনে করি আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে চীনের সঙ্গে শুল্ক চুক্তি সম্পন্ন হবে। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। শুক্রবার (২৫শে এপ্রিল) তার এ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস চিরনিদ্রায় শায়িত হবেন আজ শনিবার (২৬শে এপ্রিল)। নিজের ভালোবাসার স্থান ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত করা হবে তাকে। গির্জাটি ভ্যাটিকানের বাইরে রোমে অবস্থিত। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে ফ্রান্সিসই প্রথম পোপ, যার শেষ ঠিকানা ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় হচ্ছে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া ও যোগ্যতা নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এ নির্দেশনা অনুযায়ী পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পদে পেশাজীবী হিসেবে এমবিবিএস চিকিৎসক, বিএসসি ইঞ্জিনিয়ার এবং আইনজীবীরা মনোনীত হতে পারবেন।
সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেমের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, গুঞ্জন, গুজব নাকি সত্য তা দুদকের অনুসন্ধানেই বের হয়ে আসবে।
প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদন অনলাইনে চলছে। এরই মধ্যে অভিযোগ এসেছে, বিভিন্ন এলাকায় 'বদলির প্রলোভন' দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ ধরনের প্রতারক চক্র থেকে শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে একটি বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সৌদি আরবকে ১০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের এক বিশাল অস্ত্রের চালান দেয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি প্রস্তাব আগামী মাসে দেশটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকালে ঘোষণা করা হতে পারে।
দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫শে এপ্রিল) বিকাল ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তের জিরাে লাইন পরিদর্শন করেন।
সাতক্ষীরার কলারোয়ায় দেড় বছর বয়সি মেয়েকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। পরিবারের দাবি, বছর খানেক ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন ওই নারী।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধাস্বত্ব সংরক্ষণে সকলকে উদ্যোগী হতে হবে। বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রয়োজনে দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবেন-এ প্রত্যাশা করি।
অন্তবর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টার নামে মামলা প্রত্যাহার করা হলেও ফ্যাসিবাদের দোসররা এখনো কেন বহাল তবিয়তে রয়েছে এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরও দেখুন