ইরানের নেতৃত্ব পেলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রেজা পাহলভি!
ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন এবং একটি নতুন ও আধুনিক ইরানের উত্থান নিয়ে নিজের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে তিনি জানান, একটি নতুন গণতান্ত্রিক ইরান প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথেই দেশটি ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের অবসান ঘটিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধার করবে।