সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান যৌথ অভিযানে মাত্র এক সপ্তাহে ১৯,৫৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১২,৩৬৫ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দীন খানের পদত্যাগের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে বুদ্ধিজীবী হত্যার বিষয়টিকে ‘অবান্তর’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান। রোববার (১৪ই ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরে আয়োজিত ‘মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ এবং একাত্তরের বুদ্ধিজীবী হত্যা’ শীর্ষক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও তিনজনকে আটকের তথ্য দিয়েছে র্যাব; তাদের মধ্যে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদের স্ত্রী রয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার (১৫ই ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে সকল অপশক্তি পরাস্ত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী ও অপ্রত্যাশিত যে কারো প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিচার বিভাগীয় সচিবালয়কে কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে এটিকে বাস্তবে রূপ দেয়াই আগামী দিনের সবচেয়ে বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বিচারকদের স্মরণ করিয়ে দেন যে, বিচার প্রাপ্তিকে কোনোভাবেই প্রশাসনিক দয়া হিসেবে দেখা যাবে না, বরং একে সর্বোচ্চ নাগরিক সেবা হিসেবে গণ্য করতে হবে।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
রাশিয়ার সঙ্গে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে অবশেষে বড় ধরনের ছাড় দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে ইউক্রেন।
দেশে চলমান পরিস্থিতিতে চোরাগোপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে না দিলেও, আসন্ন নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা কখনোই সফল হবে না এবং নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
য়াংখেড়ে স্টেডিয়ামে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো ক্রীড়াবিশ্ব। একই ফ্রেমে বন্দি হলেন ক্রীড়া জগতের দুই মহাতারকা লিওনেল মেসি এবং শচীন টেন্ডুলকার। 'নাম্বার টেন' জার্সিধারী এই দুই কিংবদন্তি একে অপরের সাথে বিশেষ উপহার বিনিময় করে উপস্থিত হাজারো ভক্তকে মুগ্ধ করেন। এই বিশেষ মুহূর্তে শচীন টেন্ডুলকার তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা স্মৃতি, ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের জার্সিটি মেসিকে উপহার হিসেবে তুলে দেন। এর প্রতিউত্তরে আর্জেন্টাইন সুপারস্টার মেসি শচীনকে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল বল উপহার দেন।
আরও দেখুন