ধানের চারা খেয়ে ফেলায় গরু নিয়ে থানায় কৃষক!
ধানের চারা খেয়ে ফেলার অভিযোগে এক অভিনব কাণ্ড ঘটিয়েছেন সুনামগঞ্জের কৃষক মকবুল হোসেন। ফসলের ক্ষতি সইতে না পেরে তিনি অভিযুক্ত গরুটিকেই ধরে সোজা থানায় হাজির করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানায় এই ঘটনা ঘটে।