ভেনেজুয়েলার সঙ্গে চলমান তীব্র সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ‘এয়ার ফোর্স ওয়ানে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি স্বীকার করলেও আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।
আজ সোমবার, ১লা ডিসেম্বর। বছর ঘুরে ক্যালেন্ডারের পাতায় আবারও এলো গৌরবময় বিজয়ের মাস। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠতম ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, যার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে এই ডিসেম্বরেই। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই মাসেই বিশ্বের মানচিত্রে জন্ম নিয়েছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
গাজার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যেই সৃজনশীলতার এক অনন্য নজির গড়লেন ২৭ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক।
সুদানের আল-ফাশির শহরে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর দখলের পর সেখান থেকে প্রাণে বেঁচে ফেরা মানুষেরা শোনালেন ভয়াবহ নির্যাতনের কাহিনী।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে আজ সোমবার (১লা ডিসেম্বর) থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। ‘বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’র ব্যানারে ঘোষিত এই কর্মসূচীর ফলে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ থাকছে। গত ২৪ নভেম্বর থেকে এসব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের দুর্নীতির মামলাগুলোতে রাষ্ট্রপতির কাছে ‘পূর্ণ ক্ষমা’ চাওয়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। রবিবার রাতে তেল আবিবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবনের সামনে জড়ো হয়ে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন।
প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ ১৭ জনের রায়ের জন্য আজ সোমবার দিন ধার্য রয়েছে। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক রবিউল আলম গত ২৫শে নভেম্বর এদিন ধার্য করেন।
কক্সবাজার সদরের পিএমখালীতে ক্ষেতের ধান ছাগলে খাওয়া নিয়ে বিরোধের জেরে সালিশী বৈঠকে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ শরীফ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩০শে নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের নয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ ওই এলাকার উত্তর নয়া পাড়ার বাসিন্দা এবং পেশায় একজন কৃষক।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) আসন্ন ১২তম আসর থাকবে সর্বক্ষণিক গোয়েন্দা নজরদারিতে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় রেখেই তৈরি করা হবে এবারের উইকেট।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর। চিকিৎসকদের বোর্ড অনুমতি দিলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।
যশোরে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ না দেওয়ায় এক ইমামের মালিকানাধীন ফার্মেসিতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। রবিবার (৩০শে নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মুড়লী আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রামনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারুলের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা এই হামলা চালায়।
ভারতের তামিলনাড়ু রাজ্যের শিবগঙ্গা জেলায় দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি যাত্রী।
আরও দেখুন