ফেসবুকে নির্বাচনি আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব এবং রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন নতুন এক বাংলাদেশের অঙ্গীকার নিয়ে সমর্থকদের কাছে নির্বাচনী প্রচারণার ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই বিশেষ আহ্বান জানান।