সিঙ্গাপুর থেকে আজ শুক্রবার (১৯শে ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ নিয়ে রওনা হবেন তার স্বজনরা। সন্ধ্যা ৬টার দিকে তারা বাংলাদেশে অবতরণ করবেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে তাঁর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বাসায় ছুটে আসেন। তবে নিরাপত্তার কারণে তাঁর পরিবারের সদস্যরা রাতে কারও সঙ্গে দেখা বা কথা বলেননি। পুলিশ জানিয়েছে, সকালে পরিবারের পক্ষ থেকে সবার সঙ্গে কথা বলা হবে।
দেশের সাধারণ জনগণকে যেকোনো ধরনের সহিংসতা পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ভেরিফাইয়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে এ অনুরোধ করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে ইনকিলাব মঞ্চ এর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এছাড়া ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজেও তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দ্বীপরাষ্ট্র তাইওয়ান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
সরকার ২০০৫ সালের ২৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৬৭৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার সার্ভিসে প্রথম ধাপে নিয়োগ দিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বেঙ্গালুরুতে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বৈশ্বিক ক্রীড়াঙ্গনে ডোপপাপের লজ্জাজনক এক ‘হ্যাটট্রিক’ করল ভারত। টানা তৃতীয় বছরের মতো ডোপিংয়ের দায়ে বিশ্ব তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে দেশটির নাম। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জালিয়াতির মাধ্যমে সাফল্য পাওয়ার এই প্রবণতা ভারতের ক্রীড়াঙ্গনের জন্য এক বড় ধরনের নেতিবাচক ইমেজ তৈরি করেছে।
এনসিপির ধানমণ্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাতারা রুমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে। গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় দলটির অভিযোগ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একটি চক্র তাকে বুলি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এছাড়া হুমকি দাতাদের ফোন নাম্বার ও প্রয়োজনীয় তথ্য পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তাদের।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ঢালীকে জামিন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শরীয়তপুর জেলা বিএনপি।
আরও দেখুন