রাজশাহীর বেলপুকুরিয়া থানার আগলা গ্রামে কচুরিপানার ভেতর থেকে মোঃ আবরার নামের ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আবরার স্থানীয় ডা. শওকত শরীফের পুত্র।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে সরকারকে সতর্কতার সঙ্গে দর-কষাকষি করার পরামর্শ দিয়েছে বিএনপি। দলটি মনে করে, দেশের অর্থনীতির স্বার্থে এ বিষয়ে দলমত নির্বিশেষে সবার একসঙ্গে কাজ করা উচিত এবং বিএনপি এ ব্যাপারে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে।
কুষ্টিয়ায় অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে জনি পরিবহনের এক বাস হেলপারের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে ফেরার পথে এ ঘটনা ঘটে। এই খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা ক্ষোভে ফেটে পড়েন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রুপসা পরিবহনের চারটি ও জনি পরিবহনের একটি বাস আটকে রেখে বিক্ষোভ করেন।
ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দুই শিক্ষক এবং তাঁদের এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, ব্ল্যাকমেইল করে ওই ছাত্রীর ওপর যৌন নির্যাতন করেছেন তাঁরা। অভিযুক্ত তিনজন হলেন বেসরকারি ওই কলেজের জীববিজ্ঞানের শিক্ষক সন্দ্বীপ, পদার্থবিজ্ঞানের শিক্ষক নরেন্দ্র এবং তাঁদের বন্ধু অনুপ।
মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী পাঁচদিনের শেষের দিকে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ ও প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৫ই জুলাই) অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সৌদি আরবে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ১২ নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজরান প্রদেশের নাজরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত প্রবাসীরা একটি অ্যাপার্টমেন্টে পতিতাবৃত্তির কাজ করতেন। তাদের মধ্যে সাতজন নারী আর পাঁচজন পুরুষ। মঙ্গলবার (১৫ই জুলাই) বার্তাসংস্থা সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
নির্বাচন কমিশনে (ইসি) নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে টিকতে পারেনি। এমনকি ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার বিশাল নথিপত্র জমা দিয়েও উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে, সব দলকেই ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় দিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। সংবিধানের চতুর্থ তফসিলে এই অভ্যুত্থানের বর্ণনা অন্তর্ভুক্ত করা হবে, যাতে ভবিষ্যতে কোনো শাসকগোষ্ঠী এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এর পাশাপাশি তিনি অন্তর্বর্তীকালীন সরকারকেও সাংবিধানিক বৈধতা দেওয়ার কথা উল্লেখ করেন।
সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ই জুলাই) দিলকুশায় অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মেয়ে আইনুন নাহার আনিতা(২৬) কে হত্যার অভিযোগে বাবা মোঃ আমির হোসেন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়ের মা মোছা: তাসলিমা খাতুন বাদী হয়ে তার স্বামীকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
দেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের চেয়ারম্যান এবং যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ই জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো প্রকার মতপার্থক্য নেই এবং ভবিষ্যতে এই ব্যবস্থা পরিবর্তন করতে হলে গণভোটের প্রয়োজন হবে—এই মর্মে দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি অবমাননাকারীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
আরও দেখুন