বরিশাল-৫ আসনে ফয়জুল করিমের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের প্রতি সৌজন্যতা দেখিয়ে বরিশাল-৫ (সদর-সিটি) আসন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে দলটির প্রার্থী ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।