বিজ্ঞানী মেরি ব্রুনকাউ, ফ্রেড রামসডেল এবং শিমন সাকাগুচি "পেরিফেরাল ইমিউন টলারেন্স" সম্পর্কিত আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে ২০২৫ সালের নোবেল পুরস্কার জিতেছেন। সোমবার পুরস্কার প্রদানকারী সংস্থা এই ঘোষণা দেয়।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন চায় ভারত। যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, তত দ্রুত নতুন সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় আসুক, ভারত তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ভারত সফররত কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাবের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
একদিকে যখন মিশরে প্রায় দুই বছরের পুরানো যুদ্ধের অবসানের লক্ষ্যে শান্তি আলোচনা চলছে, ঠিক সেই সময়েই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। আজ সোমবার (৬ই অক্টোবর) ভোরে ত্রাণপ্রার্থীদের ওপর চালানো হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্বচ্ছভাবে আয়নার মত পরিস্কার নির্বাচন করতে চাই, এ জন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।
পবিত্র ওমরাহ পালন করতে এসে মক্কা নগরী থেকে আমেনা বেগম নামে এক বাংলাদেশি নারী হারিয়ে গেছেন। সোমবার (৬ই অক্টোবর) মক্কায় বাংলাদেশ হজ মিশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই নারীর সন্ধান পাওয়ার সাথে সাথে মক্কায় বাংলাদেশ হজ মিশনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
কক্সবাজারের রামু ও উখিয়া উপজেলাসহ জেলার অন্তত শতাধিক বৌদ্ধ পল্লীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এসব আয়োজনে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ এবং হতাহতদের জন্য প্রার্থনা করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, জনগণের অংশগ্রহণে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে তিনি অংশ নেবেন। তবে দেশের প্রধানমন্ত্রী পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার তিনি জনগণের ওপর ছেড়ে দিয়েছেন। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথাগুলো জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রিপাবলিক অব কসোভোর রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা। সোমবার (৬ই অক্টোবর) রাজধানীর বসুন্ধরা এলাকায় জামায়াত আমীরের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এখন থেকে সব ধরনের ভিসা বহনকারীরাই সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন।
৯ই অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ (৬ই অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। গতকাল বাংলাদেশ সময় রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সকাল ১১টার দিকে দেশে এসে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার।
ভারতের মধ্যপ্রদেশের ছিঁদওয়াড়া জেলার পাড়াসিয়া-তে ভেজাল কাশির সিরাপ সেবনের কারণে অন্তত ১১টি শিশুর মৃত্যুর অভিযোগ ওঠার পর, পুলিশ একজন সরকারি শিশু বিশেষজ্ঞ (পেডিয়াট্রিশিয়ান) এবং একটি তামিলনাড়ু-ভিত্তিক ওষুধ প্রস্তুতকারক সংস্থার পরিচালকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। এই ঘটনায় অভিযুক্ত ডাক্তারকে পরে গ্রেপ্তার করা হয়।
আমন ধানের পোকা দমনে মেহেরপুরের কৃষকের কোনো চেষ্টাই কাজে আসছে না। মাজরা ও কারেন্ট পোকার আক্রমণের সাথে দেখা দিয়েছে গোড়া পচা রোগ। এতে ফলন বিপর্যয়ের শঙ্কায় দিশেহারা কৃষক।
২৫০ শয্যার বাগেরহাট জেলা সদর হাসপাতালটি এখনও চলছে ১০০ শয্যার জনবল ও বরাদ্দে। ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। প্রয়োজনীয় চিকিৎসক-নার্স ও টেকনিশিয়ান নেই, রয়েছে ওষুধের ঘাটতি এবং তালাবদ্ধ আইসিইউ। নার্স দিয়েই চলছে জরুরি বিভাগের চিকিৎসাসেবা।
আরও দেখুন