ট্রাম্পকে ব্যঙ্গ করে ডেনমার্কে জনপ্রিয় ‘আমেরিকা হটাও’ টুপি
গ্রিনল্যান্ড দখলের মার্কিন হুমকির প্রতিবাদে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে অভিনব এক প্রতিবাদ শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত নির্বাচনী স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ -কে ব্যঙ্গ করে তৈরি ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’ (আমেরিকা বিদায় হোক) লেখা লাল টুপির জনপ্রিয়তা এখন তুঙ্গে।