২২ বছরের চাকরি জীবনের প্রায় ১২ বছরই ছুটিতে কাটানো সেই ইবি লোক প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এস.এম. শফিকুল আলম পদত্যাগ জমা দিয়েছেন।
চীনের শানডং প্রদেশের ঝাওঝুয়াং শহরের একটি পরিবার সম্প্রতি তাদের আট বছর বয়সী শিশুর এক কাণ্ডের জন্য স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিশুটির কাজ বিস্ময়কর হলেও এর ফলস্বরূপ মা-বাবার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। সে তার বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব পাকা করার জন্য মায়ের সোনার গলার হারটি টুকরো টুকরো করে কেটে সহপাঠীদের উপহার হিসেবে বিতরণ করেছে।
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে এক ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সময় সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন।
কুষ্টিয়ার দৌলতপুরে বিষধর সাপ রাসেলস ভাইপারের কামড় খেয়েও অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন ৬৫ বছর বয়সী বৃদ্ধ কৃষক কুদ্দুস আলী শেখ। কামড় খাওয়ার পর সাপটিকে নিজেই ধরে কৌটাবন্দি করে তিনি সোজা হাজির হন হাসপাতালে।
কর্তৃত্ববাদী সরকারের পতনের পর গণমাধ্যমের ওপর একমুখী চাপ কমলেও বর্তমানে তা বহুমুখী চাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা 'আয়নাঘর'-এ গুমের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।
বাংলাদেশের ঐতিহ্যবাহী ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের (Intangible Cultural Heritage) স্বীকৃতি অর্জন করেছে। মঙ্গলবার (৯ই ডিসেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কো ২০০৩ কনভেনশনের ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এই কনভেনশনের আওতায় এটি বাংলাদেশের ষষ্ঠ একক আন্তর্জাতিক স্বীকৃতি।
জুলাই অভ্যুত্থানে অর্জিত বিজয় যেন কোনোভাবেই বৃথা না যায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ প্রকাশ ও নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর সুনির্দিষ্ট নিশ্চয়তা পেতে শিক্ষা মন্ত্রণালয়কে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মন্ত্রণালয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান আন্দোলনও সাময়িকভাবে স্থগিত করেছেন তারা। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে। তার মতে, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেয়া সেই প্রতারণারই অংশ। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাই আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের কোনো নৈতিক বা আইনগত অধিকার নেই।
ভারতের মধ্যপ্রদেশে ৪৬ কেজি গাঁজাসহ রাজ্যের প্রতিমন্ত্রী প্রতিমা বাগড়ির ভাই অনিল বাগড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক পাচারের এই ঘটনায় পঙ্কজ সিং নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে কোনো ধরনের বাধা বা সমস্যার সৃষ্টি হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘তারেক রহমান নিজের দেশে ফিরলে স্বাভাবিকভাবেই একজন নাগরিক হিসেবে নিরাপদ অনুভূতি পাওয়ার সুযোগ রয়েছে। রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি, তাঁর দেশে ফেরা নিয়ে অযথা শঙ্কা তৈরির কারণ নেই। আগামীর রাজনীতিতে সব দলের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশই আমরা প্রত্যাশা করি।’
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা চারশ'র কোটা অতিক্রম করে ৪০১-এ পৌঁছাল।
আরও দেখুন