কোনো নিরাপত্তা ছাড়াই মার্কিন পর্বতারোহীর ১০১ তলা ভবনে আরোহণ!
মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনোল্ড আবারও অসম্ভবকে সম্ভব করে দেখালেন। কোনো প্রকার দড়ি, হারনেস বা অন্য কোনো নিরাপত্তা সরঞ্জামের সহায়তা ছাড়াই তিনি সফলভাবে আরোহণ করেছেন তাইওয়ানের রাজধানী তাইপের আইকনিক আকাশচুম্বী ভবন ‘তাইপে-১০১’-এর চূড়ায়। শ্বাসরুদ্ধকর এই পুরো অভিযানটি সরাসরি সম্প্রচার করেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।