জেলেনস্কির নতুন রণকৌশল, প্রতি মাসে ৫০ হাজার রুশ সেনা হত্যা করতে চায় ইউক্রেন
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের দীর্ঘস্থায়ী অচলাবস্থা ভাঙতে এবং রণাঙ্গনে ভ্লাদিমির পুতিনের বাহিনীর ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি করতে এক ভয়ংকর কৌশল ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যুদ্ধে জয়ী হতে হলে রাশিয়ার সেনা মোতায়েনের হারের চেয়ে তাদের মৃত্যুর হার অনেক বেশি হতে হবে। এই সমীকরণ মেলাতে প্রতি মাসে অন্তত ৫০ হাজার রুশ সেনার মৃত্যু বা গুরুতর জখম নিশ্চিত করাকে যুদ্ধের ‘আদর্শ মাত্রা’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।