গাজা থেকে শেষ ইসরায়েলি জিম্মির দেহাবশেষ উদ্ধার: খুলতে পারে রাফাহ সীমান্ত
গাজা উপত্যকা থেকে রান ভিলি নামে শেষ ইসরায়েলি জিম্মির দেহাবশেষ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। এর মাধ্যমে গত অক্টোবরে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ কার্যকরের পথ প্রশস্ত হলো। এর ফলে রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়া হতে পারে।