আজ মঙ্গলবার (৫ই আগস্ট) ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। এই দিনটিকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিকেলে 'জুলাই ঘোষণাপত্র' উপস্থাপন করা হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই ঘোষণাপত্র পাঠ করবেন। এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আমাদের নতুন করে আশার আলো- একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের গতি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে দেশটিতে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যার মধ্যে অধিকাংশই মাদক সংক্রান্ত অপরাধে অভিযুক্ত বিদেশি নাগরিক। এই ঘটনা দেশটির মানবাধিকার পরিস্থিতি এবং আইনি প্রক্রিয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. মান্নান মিয়া (১০০) নামে এক শতবর্ষী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
অবৈধভাবে অর্থ লেনদেন এবং জালিয়াতির অভিযোগে কুয়েতে এক বাংলাদেশিসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈধ চ্যানেলের বাইরে বিকল্প উপায়ে রেমিট্যান্স পাঠানোর একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ তুলেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ওয়াশিংটন থেকে মিউনিখগামী ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট ইঞ্জিনে সমস্যার কারণে উড্ডয়নের পরপরই ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের বিমানটি মহাবিপদের সংকেত বা 'মেইডে' কল ঘোষণা করে নিরাপদে ফিরে আসে।
নতুন অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে ৪৭৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৪ দশমিক ৯০ শতাংশ বেশি।
বিপিএলের নতুন আসরের আগে ঘনীভূত হচ্ছে চিটাগং কিংস বিতর্ক। বন্দরনগরীর এই ফ্র্যাঞ্চাইজির কাছে ৪৬ কোটি টাকারও বেশি বকেয়া আছে বিসিবির। বছরের পর বছর আরবিট্রেশন ও আইনি লড়াই চললেও কোন সুরাহা হয়নি। সম্প্রতি দলটির কর্ণধার সামির চৌধুরির কাছে আনুষ্ঠানিকভাবে দাবিনামা পাঠিয়েছে বিসিবি। আইনী নোটিশে বলা হয়েছে, সামির কাদেরকে পরিশোধ করতে হবে ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ মার্কিন ডলার।
কুমিল্লার মুরাদনগরে মা, ভাই ও বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ওই ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া রুমা আক্তার।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলে জুলাইয়ের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। সোমবার (৪ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাজধানীর কদমতলী থানায় দায়ের করা শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গাজায় চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি লিখেছেন ইসরায়েলের প্রায় ৬০০ জন অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। চিঠিটিতে স্বাক্ষরকারীদের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিন বেতের সাবেক প্রধানরাও রয়েছেন।
আরও দেখুন