নির্বাচনে নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
'আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ৪১৮টি ড্রোন এবং ডিজিটাল মনিটরিংয়ের জন্য বিশেষ অ্যাপ ব্যবহার করা হবে।'