চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ই নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার রুস্তমপুর সমিতির পোল এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনা ঘটে।
গাজীপুরের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ই নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান জিরো পয়েন্টে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নিখোঁজ হওয়ার দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (ডিডি) নাইম রহমানকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ই নভেম্বর) তাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়। এর আগে, তার নিখোঁজ হওয়ার ঘটনায় ঢাকার ডিএমপির মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি রেখা টেনে দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপই হবে তার খেলা শেষ বিশ্বকাপ। শুধু তাই নয়, ক্লাব ও দেশের হয়ে ৯৫৩ গোলের মালিক, ৪০ বছর বয়সী এই মহাতারকা আরও জানিয়েছেন যে, আগামী "এক বা দুই বছরের মধ্যেই" তিনি পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণ করবেন।
দেশের বাজারে আবারও হলো বাড়ানো স্বর্ণের দাম। ২৪ ঘণ্টার ব্যবধানের মধ্যেই বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ফের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র গুলি করে হত্যার নির্দেশনা দিয়েছেন মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
পুরান ঢাকায় পুলিশের তালিকায় থাকা ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা শাখা।
পঞ্চগড়ের বোদা উপজেলায় নিষিদ্ধ পলিথিন জব্দ করে ফেরার পথে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ই নভেম্বর) বিকেলে বোদা বাজারে এই ঘটনা ঘটে। এসময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উপজেলা ভূমি অফিসের পেশকার আল আমিনকে লাঞ্ছিত করা হয়।
নিষিদ্ধ আওয়ামী লীগ সংঘটিত জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও দলটির নাশকতা সৃষ্টির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ মঙ্গলবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
'জুলাই সনদের' আইনি স্বীকৃতি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায়, আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮টি ইসলামি দল।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে প্রতিবছর প্রায় এক শতাংশ হারে আবাদযোগ্য জমি হ্রাস পাচ্ছে, যা খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় হুমকি।
রাজধানীর ধানমন্ডির ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিলের চেষ্টা করার সময় দুজনকে আটক করেছে পুলিশ।
আরও দেখুন