ভারতীয় নাগরিকদের চীনে ভ্রমণ বা চীনের ট্রানজিট নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অরুণাচল প্রদেশের এক ভারতীয় মহিলাকে সাংহাই বিমানবন্দরে আটক করার দুই সপ্তাহেরও বেশি সময় পরে সোমবার নয়াদিল্লি এমন ঘোষণা দিয়েছে। ওই নারী জাপান যাওয়ার সময় সাংহাই বিমানবন্দরে ট্রানজিট নিতে গেলে তার ভারতীয় পাসপোর্টকে বৈধ বলে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায় চিনা কর্তৃপক্ষ।
রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়ের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে।
দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো 'ক্যামেরা ট্রায়াল' বা রুদ্ধদ্বার বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি এই বিশেষ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সাক্ষীর পরিচয় গোপন ও সুরক্ষা নিশ্চিত করতেই গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার রাখা হয়নি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী সোমবার (৮ই ডিসেম্বর) ফতুল্লা মডেল থানায় দুই নারী সহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ মাদুরাইয়ে অস্ট্রিয়াকে ৫-২ গোলে হারিয়ে এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া আট দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে। বাংলাদেশ এতে চ্যাম্পিয়ন হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি চিঠিও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আগামী বুধবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করা হবে বলে জানা গেছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিন মানবপাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা শিশুসহ সাতজনকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। তার জোড়া গোলেই গত মার্চে মিয়ানমারকে হারিয়ে প্রথমবারে মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এছাড়া গত বছর সাফ ফাইনালেও ঋতুপর্ণার গোলেই নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
ভারত থেকে আমদানির ঘোষণা আসার পর পরই চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দামে বড় ধরনের পতন হয়েছে। দেশের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমেছে। বর্তমানে এখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়, যা দুই দিন আগেও ছিল ১১০ থেকে ১২০ টাকা।
দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি- বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন।
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় তীব্র শীতের কারণে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। সোমবার সকালে মাধনগর রেল স্টেশনের দক্ষিণে ২৫৩ নম্বর পিলারের কাছে এনড়ার পাড় এলাকায় ১ নম্বর লাইনে স্থানীয়রা প্রথম এই ফাটল দেখতে পান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোট ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আরও দেখুন