গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 'জুলাই ঘোষণাপত্র' প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে মঞ্চ নির্মাণের কাজ। সেখানেই আগামীকাল বিকাল ৫টায় জাতির সামনে ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ঘোষণাপত্রে থাকবে শেখ হাসিনা শাসনামলে গুম-খুন, গণহত্যা ও নিপীড়নের চিত্র। পাশাপাশি গণহত্যার বিচারসহ শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র সংস্কারের দাবি থাকবে। এছাড়া ছাত্র গণঅভ্যুত্থান ২০২৪ -কে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে। গত বছরের ৫ আগস্ট থেকে ঘোষণাপত্র কার্যকর হবে।
এর আগে ৫ই আগস্টকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে সরকারি ছুটি ঘোষণা করে সরকার। তাই এদিন সকল কলকারখানা, ব্যাংক, অফিস ও আদালত বন্ধ থাকবে। দিবসটি ঘিরে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার।
ডিবিসি/এমএআর