ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি সংক্রান্ত সর্বশেষ প্রস্তাবে সম্মত হয়েছে।
গোষ্ঠীটির অভ্যন্তরীণ একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। এই সমঝোতা প্রস্তাবটি এই অঞ্চলের মধ্যস্থতাকারী দেশগুলোর পক্ষ থেকে দেওয়া হয়েছিল।
আলোচনার সাথে পরিচিত একজন ফিলিস্তিনি কর্মকর্তার মতে, মিশর ও কাতারের পক্ষ থেকে আসা এই প্রস্তাবটি মূলত মার্কিন দূত স্টিভ উইটকফের একটি কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি একটি বিস্তৃত দুই-পর্যায়ের পরিকল্পনা।
প্রস্তাব অনুযায়ী, ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সময়ে হামাস তাদের হাতে থাকা বাকি ৫০ জন ইসরায়েলি জিম্মির মধ্যে প্রায় অর্ধেককে দুই ধাপে মুক্তি দেবে। ধারণা করা হচ্ছে, এই জিম্মিদের মধ্যে ২০ জন জীবিত আছেন।
এই ৬০ দিনের যুদ্ধবিরতিকালীন সময়ে, একটি স্থায়ী যুদ্ধবিরতি স্থাপন এবং গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলবে। এই প্রস্তাবটি গাজায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে এই বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। যদি ইসরায়েল এই প্রস্তাবে সম্মত হয়, তবে এটি গত কয়েক মাসের মধ্যে সংঘাত বন্ধের সবচেয়ে সম্ভাবনাময় সুযোগ হতে পারে।
ডিবিসি/এনএসএফ