কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে মাছ ধরার নৌকাসহ পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
মঙ্গলবার (১২ই আগস্ট) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা মো. আলী আহমদের ছেলে মো. ইলিয়াস (৪১), তার দুই ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)। অপহৃত জেলেদের নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াস নিজেই, এবং তার পরিবারের তিনজন সদস্য এই ঘটনায় অপহৃত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জেলেদের সূত্রে সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, মঙ্গলবার একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পাঁচজন জেলে নাফ নদীর মোহনায় মাছ ধরছিলেন। মাছ ধরার এক পর্যায়ে তারা ভুলবশত মিয়ানমারের জলসীমার নাইক্ষ্যংদিয়া অংশে প্রবেশ করেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা একটি স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনাস্থলের কাছাকাছি থাকা অন্য জেলেরা তীরে ফিরে এসে বিষয়টি জানালে ঘটনাটি জানাজানি হয়।
শাহপরীর দ্বীপ জেলে সমিতির সভাপতি আবদুল গনি জানান, অপহৃত জেলেদের পরিবার বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে অবহিত করেছে।
এই বিষয়ে জানতে বিজিবি ও কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি টেকনাফ কোস্টগার্ড ও স্থানীয় সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অপহৃত জেলেদের ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
ডিবিসি/এএমটি