কোনোভাবেই বন্ধ হচ্ছে না টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ। দেড় বছরে নতুন করে এসেছে আরও দেড় লাখ। অভিযোগ আছে জান্তা সরকারের পর এখন আরাকান আর্মির নির্যাতনের শিকার রোহিঙ্গারা।
জীবন-জীবিকার নিশ্চয়তা নেই, পদে পদে শুধু নির্যাতন আর অবহেলা। অনেকটা বেঁচে থাকার তাগিদেই বাংলাদেশের পথে পা বাড়াচ্ছে রোহিঙ্গারা।
মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডং শহরের লুইজাং গ্ৰামের বাসিন্দা মোহাম্মদ ইয়াছিন। এখন তার নতুন ঠিকানা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প।
১৪ই জুলাই (সোমবার) শিশুসহ পরিবারের ৭ সদস্যকে নিয়ে যাত্রা শুরু। ৫ দিনের কঠিন পথ পাড়ি দিয়ে, নাফ নদী পার হয়ে প্রবেশ করেন বাংলাদেশে।
রাখাইন রাজ্যে বরাবরই নির্যাতন ও অবহেলার শিকার হয়েছেন রোহিঙ্গারা। রাজ্য দখল হওয়ার আগে জান্তা সরকার আর এখন অত্যাচারের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে।
জান্তা সরকার বা আরাকান আর্মি কেউই আপন করে নেয়নি রোহিঙ্গাদের। আশ্রিত জীবনের অভিশাপ থেকে মুক্তি পেতে উদ্যোগ চান এই জনগোষ্ঠির মানুষেরা।
ডিবিসি/ এইচএপি