বাংলাদেশ, জাতীয়

নির্বাচনে সম্ভাব্য ঝামেলাপূর্ণ এলাকা চিহ্নিত করার নির্দেশ

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে জুলাই ২০২৫ ০৬:৪৫:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮শে জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, নির্বাচনের সময় গোয়েন্দা সংস্থার দুর্বলতা কাটানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, নির্বাচন সামনে রেখে প্রচুর গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো শুরু হওয়ায় সবাই যেন দ্রুত সঠিক তথ্য পেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান। সভায় জানানো হয়, সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।


উপ প্রেস সচিব আজাদ মজুমদার জানান, যেসব জায়গায় নির্বাচনের সময় ঝামেলা হতে পারে, সেগুলো চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া, প্রশাসনে রদবদল এবং মিডিয়া সেন্টার খোলার বিষয়েও সভায় আলোচনা হয়েছে।


এর আগে, প্রধান উপদেষ্টা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।
 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন