আন্তর্জাতিক, আমেরিকা, পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৫শে সেপ্টেম্বর ২০২৫ ১২:০৪:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরেরও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই দেশের মধ্যে সম্প্রতি একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কয়েক সপ্তাহ পরেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

 

ট্রাম্প প্রশাসনের অধীনে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র-পাকিস্তানের সম্পর্ক বেশ উষ্ণ হয়েছে। এর আগে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ভারতকে এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে আসছিল। 

 

তবে, রিপাবলিকান নেতা ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে বিভিন্ন কারণে টানাপোড়েন দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা জটিলতা, ভারতীয় পণ্যে ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্ক এবং ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষের পর যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে ট্রাম্পের দাবি।

 

রয়টার্স, দ্য ডন এবং জিও নিউজের প্রতিবেদন অনুসারে, এই বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন