আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ওপর গণ-নজরদারি, ইসরায়েলের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিলিস্তিনিদের ওপর গণ-নজরদারির জন্য নিজেদের ক্লাউড প্রযুক্তি ব্যবহারের প্রমাণ পাওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর জন্য বেশ কিছু পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। একটি অভ্যন্তরীণ তদন্তের পর কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এক ব্লগ পোস্টে জানান, 'ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি ইউনিটের জন্য নির্দিষ্ট কিছু পরিষেবা বন্ধ এবং নিষ্ক্রিয় করা হয়েছে।' 

 

এর আগে গত আগস্টে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এবং ইসরায়েলের +৯৭২ ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের '৮২০০' নামক সামরিক গোয়েন্দা ইউনিটটি গাজা ও পশ্চিম তীরের লক্ষ লক্ষ ফিলিস্তিনির ফোন কল রেকর্ড সংরক্ষণে মাইক্রোসফট অ্যাজুর (Microsoft Azure) ব্যবহার করছে।

 

ওই প্রতিবেদনের পর ১৫ই আগস্ট মাইক্রোসফট একটি পর্যালোচনার ঘোষণা দেয়। ব্র্যাড স্মিথ বলেন, মাইক্রোসফট সাধারণ নাগরিকদের ওপর গণ-নজরদারির কাজে সহায়তা করার জন্য প্রযুক্তি সরবরাহ করে না এবং এই নীতি বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য। তাদের তদন্তে সংবাদমাধ্যমের অভিযোগের সত্যতা মিলেছে, বিশেষ করে নেদারল্যান্ডসে অ্যাজুর স্টোরেজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পরিষেবা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

 

এই প্রমাণের ভিত্তিতেই মাইক্রোসফট ইসরায়েলকে নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ ও এআই পরিষেবা সহ তাদের সাবস্ক্রিপশন বাতিলের সিদ্ধান্ত জানায়।

 

তথ্যসূত্র সিএনএন।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন