ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার হাটিয়াতা ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (৯ই আগস্ট) বিকেল ৫টার দিকে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
সেনাবাহিনীর আশুগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. ইমতিয়াজ মাহমুদ খানের নেতৃত্বে একটি বিশেষ দল হাটিয়াতা ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে সুমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকারই বাসিন্দা।
এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা, উল্লেখযোগ্য পরিমাণে গাঁজা এবং একটি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। এছাড়াও, মাদক বিক্রির নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪১০ টাকা, দুটি অ্যান্ড্রয়েড ফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
অভিযান শেষে আটক সুমন মিয়া এবং উদ্ধারকৃত মাদক ও অন্যান্য মালামাল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবিসি/আরএসএল