ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ সময় তার স্বামী কৌশলে পালিয়ে যায়।
সোমবার (১লা সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালি সীমা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. ইমতিয়াজ মাহমুদ খানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কালি সীমা এলাকায় একটি যৌথ অভিযান চালায়। অভিযানে স্থানীয় রেজিয়া বেগম (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১,২১০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৯৩ হাজার ৮৯০ টাকা এবং তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রেজিয়ার স্বামী এবং মাদক ব্যবসার অন্যতম হোতা রুবেল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযান শেষে গ্রেফতারকৃত রেজিয়া বেগম এবং উদ্ধারকৃত মাদক ও অন্যান্য মালামাল বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারী ও তার পলাতক স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক রুবেল মিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল