আন্তর্জাতিক

ভারতকে টেক্কা দিতে নতুন 'আর্মি রকেট ফোর্স' গঠন করছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পাকিস্তান একটি বিশেষায়িত 'আর্মি রকেট ফোর্স' গড়ে তোলার ঘোষণা দিয়েছে। প্রচলিত যুদ্ধ পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্রের ব্যবহার ও তদারকির দায়িত্বে থাকবে এই নতুন বাহিনী।

পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার (১৩ই আগস্ট) রাতে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন বাহিনী গঠনের কথা জানান। গত মে মাসে ভারতের সঙ্গে হওয়া সংঘাতের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

 

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে শরীফের উদ্ধৃতি দিয়ে বলা হয়, "এই বাহিনীকে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হবে। শত্রুকে চতুর্দিক থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করার সক্ষমতা নিয়ে এই বাহিনী আমাদের প্রচলিত যুদ্ধরীতিকে আরও শক্তিশালী করতে একটি নতুন মাইলফলক স্থাপন করবে।"

 

যদিও সরকারিভাবে বিস্তারিত কিছু বলা হয়নি, নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার কথায়, এই পদক্ষেপের লক্ষ্য যে ভারত, তা অত্যন্ত স্পষ্ট। তিনি জানান, এই বাহিনীর জন্য সেনাবাহিনীতে একটি পৃথক কমান্ড গঠন করা হবে, যার একমাত্র দায়িত্ব হবে যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র পরিচালনা ও মোতায়েন নিশ্চিত করা।

 

পাকিস্তানের এই পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই পদক্ষেপকে 'নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য পাকিস্তানি নেতৃত্বের চিরাচরিত ভারত-বিরোধী বাগাড়ম্বর' হিসেবে আখ্যা দিয়েছেন।

 

তথ্যসূত্র: রয়টার্স

ডিবিসি/এমএআর

আরও পড়ুন