আন্তর্জাতিক, ভারত

ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় অন্তত চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের উত্তরাখণ্ডের হারসিলে ব্যাপক বৃষ্টির পর আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন। আহতের সংখ্যা শতাধিক। যারমধ্যে একাধিক ভারতীয় সেনাও আছেন। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

মঙ্গলবার (৫ই আগস্ট) উত্তরকাশী জেলার ধারালি গ্রামে খীর গঙ্গা নদীর উপর মেঘভাঙা বৃষ্টির কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়। গঙ্গোত্রী ধামের তীর্থযাত্রার পথে অবস্থিত এই গ্রামটিতে বন্যার পানি ঢুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ  চালিয়েছে। বন্যার প্রবল স্রোতে বহু বাড়ি, দোকান এবং অন্যান্য কাঠামো ভেসে গেছে।

 

এই বিপর্যয়ের পরেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), ভারতীয় সেনা এবং স্থানীয় প্রশাসনের দল উদ্ধারকাজে নামে। তাদের যৌথ প্রচেষ্টায় এখনও পর্যন্ত ১৩০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, জরুরি অবস্থার জন্য অতিরিক্ত দল প্রস্তুত রাখা হয়েছে।

 

প্রাথমিক অনুমান অনুযায়ী, বন্যায় প্রায় ২০ থেকে ২৫টি হোটেল এবং হোম-স্টে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এছাড়া হারসিলের সেনাক্যাম্পে থাকা ৮ থেকে ১০ জন সেনা নিখোঁজ হন। যাদের এখনো পর্যন্ত উদ্ধার করার কোনো তথ্য পাওয়া যায়নি।

 

ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১০ই আগস্ট পর্যন্ত উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর পরিপ্রেক্ষিতে একাধিক জেলার স্কুলগুলোয় ছুটি ঘোষণা করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের বন্যা বা ধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন