হোয়াইট হাউজে বিরল বৈঠক

শাহবাজ ও আসিম মুনির চমৎকার মানুষ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে এক বিরল বৈঠকে মিলিত হয়েছেন।

এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

 

পাকিস্তানের একটি সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই বৈঠকের খবরটি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল অসীম মুনির ওয়াশিংটনের হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শালকে "চমৎকার মানুষ" হিসেবে আখ্যা দেন। হোয়াইট হাউজ থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, শাহবাজ শরিফ, ফিল্ড মার্শাল মুনির এবং প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনায় মগ্ন আছেন।

 

এই গুরুত্বপূর্ণ বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।

 

এই অগ্রগতির প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ২০২৫ সাল পাকিস্তানের জন্য অর্জনে ভরা একটি বছর। তিনি ভারতের বিরুদ্ধে কূটনৈতিক জয়, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং পাকিস্তান-মার্কিন সম্পর্কের ঐতিহাসিক উন্নতির কথা উল্লেখ করেন। 

 

তিনি আরও বলেন, হাইব্রিড সিস্টেমের সাফল্য এখন বাস্তব ফলাফল দিচ্ছে, যা আমাদের জন্য গর্ব এবং কৃতজ্ঞতার বিষয়।

 

তথ্যসূত্র ডন

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন