আন্তর্জাতিক, ইউরোপ

স্পেনে ভয়াবহ তাপপ্রবাহ: তীব্র গরমে ২ মাসে ১১৮০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত স্পেন। দেশটির পরিবেশ মন্ত্রণালয় সোমবার (১৪ই জুলাই) জানিয়েছে, গত দুই মাসে তীব্র গরমে ১,১৮০ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি।

এই ঘটনাকে 'ব্যতিক্রমী তীব্রতার একটি ঘটনা' হিসেবে বর্ণনা করা হয়েছে।

 

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের অধিকাংশই ৬৫ বছরের বেশি বয়সী এবং তাদের অর্ধেকেরও বেশি নারী। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো হলো গালিসিয়া, লা রিওহা, আস্তুরিয়াস এবং কান্তাব্রিয়া। এই সবকটি অঞ্চলই দেশের উত্তরাংশে অবস্থিত, যেখানে ঐতিহ্যগতভাবে গ্রীষ্মকালে শীতল আবহাওয়া থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

কার্লোস থ্রি হেলথ ইনস্টিটিউটের তথ্য উদ্ধৃত করে মন্ত্রণালয় জানায়, চলতি বছরের ১৬ই মে থেকে ১৩ই জুলাই পর্যন্ত তাপপ্রবাহ-সম্পর্কিত কারণে ১,১৮০ জনের মৃত্যু হয়েছে। গত বছর, অর্থাৎ ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র ১১৪। জুলাই মাসের প্রথম সপ্তাহেই মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়।

 

পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনও সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্র গরমের কবলে পড়েছে, যেখানে তাপমাত্রা প্রায়শই ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাচ্ছে।

 

মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিস্থিতি গড় তাপমাত্রার এক অভূতপূর্ব বৃদ্ধি এবং এর ফলে মৃত্যুহারের এক উল্লেখযোগ্য বৃদ্ধিকে নির্দেশ করে।

 

তথ্যসূত্র রয়টার্স

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন