ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন চায় ভারত। যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, তত দ্রুত নতুন সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় আসুক, ভারত তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ভারত সফররত কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাবের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নয়াদিল্লির সাউথ ব্লকে অনুষ্ঠিত এই মতবিনিময়ে বিক্রম মিশ্রি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের আবেদন পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত।
২০২৪ সালের ৫ই আগস্টের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে দৃশ্যত যে স্থবিরতা তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে সম্পর্ককে এগিয়ে নেওয়ার পথ খোঁজা হচ্ছে। বৈঠকে সীমান্ত হত্যা, পুশ ইন, বাণিজ্য, পানিচুক্তি, ভিসা চালুসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ভারতের পররাষ্ট্র সচিব। তিনি আশ্বাস দেন যে পর্যটকসহ অন্যান্য ভিসা প্রদান প্রক্রিয়া ধীরে ধীরে স্বাভাবিক করা হবে।
বাংলাদেশের সাথে সম্পর্ককে 'ঐতিহাসিক' উল্লেখ করে বিক্রম মিশ্রি জানান, বর্তমান সরকারের সাথেও ভারত রুটিন কাজ চালিয়ে যাচ্ছে।
ডিবিসি/আরএসএল