বাংলাদেশ, জাতীয়

অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে আমরা আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি: সিইসি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচন কমিশন কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রবিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে টানা নয়দিনব্যাপী চলা আপিল শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

সিইসি স্পষ্ট করেছেন যে, তাদের প্রধান লক্ষ্য একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। এই লক্ষ্য থেকেই স্বতন্ত্র প্রার্থীদের জন্য বিদ্যমান ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিধানটি শিথিল করা হয়েছে।


সমালোচকদের আশ্বস্ত করে তিনি বলেন, আমি এবং আমার টিমের পক্ষ থেকে আশ্বস্ত করছি-আমরা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেইনি। মহান আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক বিচার করার চেষ্টা করেছি।


শুনানিতে প্রার্থীদের ধৈর্য এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে সিইসি এটিকে আলেম-ওলামাদের ‘বাহাস’ বা প্রাণবন্ত বিতর্কের সাথে তুলনা করেন।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন