বাংলাদেশ, জেলার সংবাদ

অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁও বিআরটিএ'র বিশেষ অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩রা এপ্রিল ২০২৫ ০৯:১৬:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিআরটির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন প্রতিরোধ এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালনার বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়েছে।

ঈদ পরবর্তী যাত্রীসাধারণ ও কর্মমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, বিআরটিএ, পুলিশ বিভাগ, মালিক ও শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে।

 

অভিযানে ট্রাফিক পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের সমন্বয়ে মোট ১৮টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি করলে, ভিজিলেন্স টিমের কাছে অভিযোগ করা মাত্রই সংশ্লিষ্ট কাউন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

 

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন