বিনোদন

অনলাইনে দেখা যাবে ‘বিশ্বসুন্দরী’

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২১শে মে ২০২১ ১০:৩৮:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পেয়েছিল গত বছরের ১১ই ডিসেম্বর।

আলোচিত ও ব্যবসাসফল এই ছবিটি এখনো দেশের ২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে আরও বড় ঘোষণা দিলো প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

সংস্থাটি জানিয়েছে, ডিজিটাল দুনিয়াতেও আজ ২১শে মে থেকে অবমুক্ত হচ্ছে ছবিটি। দেশের বাইরের দর্শক তো বটেই, পাশাপাশি বৈশ্বিক মহামারী করোনার আশঙ্কায় যারা প্রেক্ষাগৃহে সিনেমা দেখার ঝুঁকি নেননি, তাদের কথা চিন্তা করে আজ অনলাইন মুভি থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’। খুব সহজ উপায়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখে নেয়া যাবে চয়নিকা চৌধুরী নির্মিত প্রথম এই চলচ্চিত্র। 

আরও জানানো হয়, এর জন্য কোনো অ্যাপস্-এ সাবস্ক্রাইব করার প্রয়োজন হবে না।  https://bishwoshundori.maasranga.tv/ এই লিংকে প্রবেশ করে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে এক বা একাধিক টিকিটের জন্য আবেদন করা যাবে। টিকিটের মূল্য ২০০ টাকা।

এস এম এস বা ই-মেইলের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করা যাবে। দিনের চারটি নির্ধারিত সময়ের (বেলা ১২টা, দুপুর ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টা) যে কোনো একটি নির্বাচন করে একজন দর্শক ১২ ঘন্টার মধ্যে এক বা একাধিকবার  ‘বিশ্বসুন্দরী’ দেখতে পারবেন। 

‘টিকিট সংগ্রহ করতে দেশের দর্শকরা বিল পরিশোধ করতে পারবেন মাস্টার কার্ড, ভিসা কার্ড, অ্যামেক্স, ডিবিবিএল নেক্সাস, কিউ-ক্যাশ, ইউনিয়ন পে, নগদ, রকেট ও বিকাশ-এ। দেশের বাইরের দর্শকরা ভিসা ক্রেডিট, ডেবিট, স্ট্রাইপ, পে পাল ও মাস্টারকার্ডের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

আরও পড়ুন