বাংলাদেশ, আইন ও কানুন

অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, লাইকি অ্যাপ বন্ধে রিট

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে জুন ২০২১ ০৯:৩০:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, লাইকি অ্যাপ ও ক্ষতিকর অনলাইন গেম বন্ধ করে অবিলম্বে অপসারণে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট হয়েছে।

যদিও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, এসব অ্যাপ বন্ধ করে দেয়া স্থায়ী কোন সমাধান নয়। তবে, আদালত নির্দেশনা দিলে সে অনুযায়ি কাজ করবে তারা। সিআইডি প্রধানের মতে, বন্ধ নয় মনিটরিং জোরদার করলে অপরাধ কমে আসবে।

সম্প্রতি ভারতে বাংলাদেশের এক তরুণীকে দলবেঁধে নির্যাতনের ঘটনায় টিকটক, লাইকির তথাকথিত তারকাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এ অবস্থায় টিকটক, লাইকি অ্যাপসহ বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ারের মত ক্ষতিকর গেমগুলোও বন্ধের দাবি উঠেছে।

সম্প্রতি ওই সব গেম ও অ্যাপের ক্ষতিকর দিক তুলে ধরে, তা বন্ধে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে আইনি নোটিশ পাঠায় একটি সংগঠন। এ বিষয়ে কোন জবাব না পেয়ে সবশেষ এসব অ্যাপ ও অনলাইন গেম বন্ধে উচ্চ আদালতে রিট করেছেন এক আইনজীবী।

আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হবার কথা রয়েছে। এ অবস্থায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, বন্ধ করে কোন সমাধানে পৌঁছানো সম্ভব নয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন,'কোনটাই সম্পূর্ণভাবে বন্ধ করার মতো টেকনোলজি নাই। বন্ধ করা কোন সমাধানও নয়। সচেতনতা তৈরী করে এই সমস্যা কাটিয়ে উঠতে হবে। আর এই সচেতনতা অভিভাবকদের থাকতে হবে। সেটা যদি না থাকে তো বন্ধ করার পর একটা ছাড়বে তো আরেকটা ধরবে।'

সমাজ ও অপরাধ বিজ্ঞানীরাও বলছেন, বন্ধ করে দিলে বিকল্প উপায়ে এসব অ্যাপে প্রবেশ করবে শিশু কিশোররা। তাই সন্তানরা কি করছে তা অভিভাবকদেরই মনিটরিং করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ ও অপরাধ গবেষক তৌহিদুল হক বলেন,'যখন তার সময় কাটানোর উপকণগুলোর সহজলভ্যতা থাকবে তখন প্রযুক্তি কেন্দ্রিক বিনোদন মাধ্যমগুলোই কিন্তু তাদের নির্ভরতা হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি কিশোরদেরকে প্রাথমিকভাবে দোষারোপ করি না। কারণ এ দোষটা আমাদের। সমাজ এবং পরিবার তাদেরকে অন্য কোন সুযোগ দিতে পারি নাই বলে তারা এ পথে ধাবিত হয়েছে।'

আইনশৃঙ্খলাবাহিনী বলছে, পর্নোগ্রাফি, সহিংসতা ও মানবতাবিরোধী কোনো ভিডিও থাকলে সেই আইডি বা অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করতে কাজ করবে তারা।

সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান,'অপত্তিকর ছবি যারা দেয় তাদেরকে ড্রপ করতে হবে। ব্লক করতে হবে। এটাতে যদি কাজ না হয় তবে নতুন করে আইন প্রনয়ণ করার কথা উঠেছে।'

টিকটকে অশ্লীলতা বন্ধে নিয়মিত অভিযান চললে অপরাধ কমে আসবে বলে মনে করে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন