অবকাঠামোগত উন্নয়নের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনের নিচে তারা এই কর্মসূচি পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেও তাদের অনশন ভাঙাতে পারেননি। শেষ পর্যন্ত, তিনি অনশনরত শিক্ষার্থীদের পাশে একটি মশারি টানিয়ে সারারাত অবস্থান করেন।
অনশনরত শিক্ষার্থীরা হলেন- ইংরেজি বিভাগের শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অমিয় মন্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের পিয়াল হাসান, লোকপ্রশাসন বিভাগের তামিম আহমেদ রিয়াজ এবং আইন বিভাগের শওকত ওসমান স্বাক্ষর।
অনশনে বসা শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তিনটি যৌক্তিক দাবি আদায়ের জন্য তারা সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাদের সাথে কোনো যোগাযোগ না করায় তারা আমরণ অনশনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।
ডিবিসি/এফএইচআর