মাগুরা ঝিনাইদহ মহাসড়কের হাটগোপালপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদ মোল্লা(২৪) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। আর দুই মাস পরেই তার অনাগত সন্তানের মুখ দেখার কথা ছিলো।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাটগোপালপুর বাজার এলাকার তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ নড়াইল জেলার লোহাগড়ার সিরাজ মোল্লার ছেলে। তিনি কুষ্টিয়া জেলা কারাগারে কর্মরত ছিলেন।
নিহতের বন্ধু ও মাগুরা কারাগারের কারারক্ষি অনির্বাণ পান্ডে জানান, জিহাদ নড়াইলে গ্রামের বাড়িতে তিনদিনের ছুটি কাটিয়ে মাগুরায় আসেন। জিহাদের স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন। দুই মাস পর তার স্ত্রীর সন্তান প্রসব হওয়ার কথা সে জানায়। সকালে আমাদের অন্য ব্যাচমেট ও বন্ধুদের সাথে সময় কাটিয়ে নিজের গন্তব্যে রওয়ানা করে। সন্ধ্যায় ফোন পাই সে হাটগোপালপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। পরে সদর হাসপাতালে এসে দেখি জিহাদ আর নেই। তার পরিবারকে খবর দেয়া হয়েছে।
মাগুরা সদর হাসপাতালের রিজার্ভ পুলিশ হিরনময় জানান, জিহাদ মোল্লার মরদেহ অস্থায়ী মর্গে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।