বাংলাদেশ, জেলার সংবাদ, আইন ও কানুন

অনিয়ম-দুর্নীতিতে ধুঁকছে লালমনিরহাট সদর হাসপাতাল 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে মার্চ ২০২১ ০৫:২২:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতিতে মানুষ মারার ফাঁদে পরিণত হয়েছে লালমনিরহাট সদর হাসপতাল। 

ওষুধ চুরি, পা দিয়ে রক্তের ব্যাগ পাম্প, মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহার, রক্তের ভুল গ্রুপ নির্ণয়সহ একের পর এক গাফিলতির অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।  তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জেলার মানুষের।

প্রায় ১৮ লাখ মানুষের চিকিৎসা কেন্দ্র লালমনিরহাট সদর হাসপাতাল। সম্প্রতি এক গৃহবধূর ভুল রক্তের গ্রুপ নির্ণয় করে রক্ত দিয়েছে  হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট। এতে সংকটাপন্ন অবস্থায় পড়েছেন অসুস্থ ঐ গৃহবধূ।

বিষয়টি নিয়ে অভিযুক্ত মেডিকেল টেকনোলজিস্ট ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে আবাসিক মেডিক্যাল অফিসার জানান, ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালটিতে চিকিৎসা সেবার পরিবেশ ফিরিয়ে এনে দোষী মেডিক্যাল টেকনোজিস্টের শাস্তি দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা।

তিনবছর আগে হাসপাতালের স্টোর থেকে প্রায় কোটি টাকার ওষুধ উধাও হয়। সে রহস্য এখনো আটকে আছে বিভাগীয় তদন্তের মাঝে। 

আরও পড়ুন