খেলাধুলা, ফুটবল

অনুশীলনে যোগ দিয়েছেন য়্যুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ২০শে মে ২০২০ ০২:৪২:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তুরিনে ফিরে ১৪ দিনের সেলফ আইসোলেশন কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন ইউভেন্তাস তারকা রোনালদো। মঙ্গলবার ক্লাবের অনুশীলন মাঠে আসেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

ইতালিতে লকডাউন চলার সময়ে বান্ধবী ও সন্তানদের নিয়ে মাদেইরাতে ছিলেন পর্তুগিজ তারকা। ইতালিয়ান ফুটবল মৌসুম বন্ধের একদিন আগে ৮ই মার্চ অসুস্থ মাকে দেখতে মাদেইরায় গিয়েছিলেন তিনি।

সবশেষ রোনালদো য়্যুভেন্তাসের হয়ে খেলেছেন ইন্টার মিলানের বিপক্ষে। ম্যাচটি ২-০ গোলে জিতেছিল তারা। লকডাউনের সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে দেখা গেছে রোনালদোকে। এসময় ফিটনেস ধরে রাখতেও সচেতন ছিলেন তিনি। ইতালিয়ান সেরি আর ক্লাবগুলো গত ৪ মে থেকে শুরু করে ব্যক্তিগত অনুশীলন। 

আরও পড়ুন