ফুটবল

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ শিরোপা জিতলো ব্রাজিল

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০১:৫১:৫৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়া বিশ্বকাপে হতাশ করেছে ব্রাজিল। তবে, বয়সভিত্তিক দল অনূর্ধ্ব ১৭'র ১৮তম বিশ্ব আসরের টাইটেল জিতেছে কিশোর সেলেসাওরা। ফাইনালে মেক্সিকোকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণ শানায় ব্রাজিল। তবে, মেলেনি গোলের দেখা। স্কোর লাইন পরিবর্তন ছাড়াই শেষ হয় ফার্স্ট হাফের খেলা।

বিরতি থেকে ফিরে কাউন্টার অ্যাটাকের পরিকল্পনায় মেক্সিকো। স্বাগতিকদের হতাশ করে ৬৬ মিনিটে এগিয়ে যায় মেক্সিকো। গোল করেন ব্রায়ান গঞ্জালেজ। পিছিয়ে পড়ে আরও গোছালো ফুটবল খেলে ব্রাজিল। ৮৩ মিনিটে স্পট কিক থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান কাইও জর্জ। ইনজুরি টাইমের একেবারে শেষ মুহুর্তে লাজ্জারোর গোলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

এ নিয়ে, চতুর্থবারের মতো অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো কিশোর সেলেসাওরা।

আরও পড়ুন