খেলাধুলা, ক্রিকেট

অনূর্ধ্ব ১৯: কাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। গ্রুপ ‘বি’ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে আজিজুল হাকিমের দল।

 

টানা তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলার স্বপ্নে বিভোর লাল-সবুজের প্রতিনিধিরা এখন কেবল পাকিস্তান বাধা পেরোনোর ছক কষছে।


গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশ এবারও ফেবারিট হিসেবে মাঠে নামবে। অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে রানার্সআপ হিসেবে সেমিতে এসেছে পাকিস্তান, যারা কেবল ভারতের কাছে পরাজিত হয়েছে। যদিও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে, শেষ ৭ দেখায় তারা ৫টি জয় পেয়েছে।

 

তবে সর্বশেষ সাক্ষাতে দুবাইয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপের সফলতম দল ভারত অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ২০২৪ সালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল টাইগার যুবারা।

 

ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন