ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে। আগামী বছরের ১৯ জানুয়ারি যুব বিশ্বকাপের আসন্ন আসর শুরু হবে। ২৫ দিন ব্যাপী টুর্নামেন্টের পর্দা নামবে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ।
বেনোনির উইলমুর পার্কে আয়ারল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসন্ন আসরের। ১২ ফেব্রুয়ারি ফাইনালও হবে একই মাঠে।
টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৬টি দল। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে হবে বিশ্বকাপের সব ম্যাচ। তিন সপ্তাহব্যাপী টুর্নামেন্টে মোট ম্যাচের সংখ্যা ৪১ টি।
গ্রুপ ‘এ’ তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশকে মাঠে নামতে হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। গ্রুপের বাকি দুই ম্যাচে আয়ারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা।
গ্রুপ ‘বি’তে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে গ্রুপ ‘এতে। গ্রুপ ‘ডি’তে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সঙ্গী আফগানিস্তান এবং নেপাল।
উল্লেখ্য, আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় আয়োজক স্বত্ব হারিয়েছে দ্বীপরাষ্ট্রটি। শ্রীলঙ্কা সুযোগ হারানোয় যুব বিশ্বকাপের আয়োজক করা হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
ডিবিসি/আরপিকে