সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, নাগরিকদের মতামতের ভিত্তিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ প্রয়োজন।
শনিবার (১৯শে জুলাই) বরিশালের বিডিএস হল রুমে 'জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা' শীর্ষক এক নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসেবে বিতাড়িত হয়েছেন এবং দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের এমন রোষানলে পড়েন যে তিনি পালাতে বাধ্য হন। সুজন সম্পাদক আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা এবং একই সাথে যেসব আইন-কানুন শেখ হাসিনাকে ‘দানবে’ পরিণত করেছিল, সেগুলোর সংস্কার করা।
ডিবিসি/কেএলডি