ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ এবং গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়টি বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারী কর্তৃক দায়ের করা লিভ টু আপিলটি দেশের সর্বোচ্চ আদালত খারিজ করে দেওয়ায় হাইকোর্টের আদেশটি বহাল রইল। এই আদেশ সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রেফারেন্সের আলোকে দেওয়া হয়েছে।
ডিবিসি/এফএইচআর