অন্তর্বর্তী সরকার রেফারি হয়ে হাত দিয়ে গোল দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ শনিবার (৮ই নভেম্বর) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের হলরুমে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
এসময় সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, 'আমরা মনে করেছিলাম অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে। তত্ত্ববধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিতি হয়, একটি নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য, সে দায়িত্ব আপনারা পালন করবেন। অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন।'
তিনি বলেন, 'এখন অন্তর্বর্তী সরকার বলছে, রাজনৈতিক দলগুলোকে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, না হলে আমরা সিদ্ধান্ত নেব। তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা যেন আপনারা সবসময় ইয়াদ রাখেন।'
ডিবিসি/এমএআর