বাংলাদেশ, রাজনীতি

অন্যদেশ নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১৯শে এপ্রিল ২০২৫ ০৮:৩৮:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অন্য দেশের কেউ নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ। নিজেদের এমন অবস্থানের কথা জানিয়ে কোনো ধরনের টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া এখনই নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন মনে করছে না বলেও জানান দলটির নেতারা।

শনিবার (১৯শে এপ্রিল) সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না।


ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপর এক আলোচনা সভায় কোনো টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির নেতারা। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সাথে বৈঠক করেন দলটির স্থায়ী কমিটির দুই নেতা। শেষে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন।


এদিকে নাটোরে স্বাধীনতা-সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক সেমিনারে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার তাগিদ দেন।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন