বাংলাদেশ, রাজনীতি

অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৫শে মে ২০২৫ ১০:২৩:৩৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি, জামায়াত ও এনসিপির পর অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রবিবার (২৫শে মে) বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা অন্যান্য দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

জানা গেছে, বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস ও নেজামে ইসলামী পার্টির শীর্ষ নেতারা এই বৈঠকে অংশ নেবেন।

 

ধারণা করা হচ্ছে, বৈঠকে সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে পরামর্শ দেবেন এসব দলের নেতারা। শনিবার (২৪শে মে) দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক আহ্বান করেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন