অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় রেস্টুরেন্ট 'কাচ্চি ভাইকে' ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে সহযোগিতা করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এবং সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।
অভিযান চলাকালে দেখা যায়, রেস্টুরেন্টের কর্মীরা স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না। খাবার তৈরির সময় তাদের হাতে গ্লাভস বা কোনো নির্দিষ্ট ড্রেস কোড ছিল না। এছাড়া, স্টোর রুমেও খাবার সংরক্ষণের সঠিক ব্যবস্থা ছিল না।
এমন অবস্থায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে সতর্ক করে এবং ৩০ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি, অনতিবিলম্বে পরিবেশ উন্নত করার কঠোর নির্দেশ দেওয়া হয়। অধিদপ্তর আরও জানায়, ভবিষ্যতে একই অপরাধ আবার করলে আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে।
ডিবিসি/এনএসএফ