বাংলাদেশ, জাতীয়

অফিসের নতুন সময়সূচি ৯টা-৪টা

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

সোমবার ৩১শে অক্টোবর ২০২২ ০৯:০৪:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি, অর্ধ-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে আবার পরিবর্তন এনেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে সকল অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

মন্ত্রী পরিষদ সচিব জানান, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি, অর্ধ-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ ছাড়া ব্যাংক, সুপ্রিম কোর্ট তাদের নিজস্ব নিয়মে অফিস পরিচালনা করবে।

 

সচিব জানান, এর আগে অফিসগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছিল তবে এখন শীতকালের কারণে অফিস সূচিতে ফের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এর আগে চলতি বছরের ২২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, অর্ধ-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি ৮টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন