বাংলাদেশ, জেলার সংবাদ

অফিস থেকে বাড়ি ফেরার পথে নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২০শে অক্টোবর ২০২৫ ১০:২৮:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর মাধবদীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ওবায়দুর মাসুম হামলার শিকার হয়েছেন। রবিবার (১৯শে অক্টোবর) রাত সাড়ে দশটা নাগাদ অফিস থেকে বাড়ি ফেরার পথে উপজেলার কান্দাইল এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক ওবায়দুর মাসুম মহাখালীতে অফিস শেষ করে রাত নয়টার দিকে মোটরসাইকেলে নিজ বাড়ি মাধবদীর দিকে যাচ্ছিলেন। বনানীতে একটি চশমার দোকানে যাওয়ায় তার কিছুটা দেরি হয়। ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন লোক তার গতিরোধ করে। কিছু বোঝার আগেই তাদের মধ্যে দুজন তাকে মারধর শুরু করে। তারা তার পিঠে, বাহুতে এবং ডান পায়ে আঘাত করে, এসময় তাকে গালিগালাজও করা হয়। এছাড়া, হামলাকারীরা মাসুমের মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে দেয়। এরপরই তারা দ্রুত ঢাকার দিকে চলে যায়।

 

ওবায়দুর মাসুম জানান, হামলাকারীরা তার মোবাইল বা ল্যাপটপ কিছুই নেয়নি। তাই এটি ছিনতাইয়ের ঘটনা বলে মনে হচ্ছে না। তিনি ধারণা করছেন, পেশাগত কারণে হয়তো এই হামলা হতে পারে। খবর পেয়ে স্বজন ও স্থানীয়দের সহায়তায় তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

 

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সাংবাদিক মাসুমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত। এই বিষয়ে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন ওবায়দুর মাসুম।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন