দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা আজ (মঙ্গলবার) ভারতে তাদের যাত্রা শুরু করেছে। মুম্বাইয়ে খোলা হয়েছে তাদের প্রথম শোরুম। তবে সবথেকে বড় চমক হলো তাদের 'মডেল ওয়াই' গাড়ির দাম, যা ভারতে প্রায় ৭০,০০০ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮২ লক্ষ টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮ লক্ষ টাকা) নির্ধারণ করা হয়েছে। এই দাম বিশ্বের প্রধান বাজারগুলোর মধ্যে সর্বোচ্চ।
বৈশ্বিকভাবে বিক্রির গতি কিছুটা কমে যাওয়ায় টেসলা এখন ভারতের মতো বিশাল বাজারের দিকে নজর দিয়েছে। যদিও সংস্থার সিইও ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই ভারতের প্রায় ১০০% আমদানি শুল্কের তীব্র সমালোচনা করে আসছেন। বছরের পর বছর ধরে এই শুল্ক কমানোর জন্য তদবির করার পরেও কোনো সুফল না মেলায়, অবশেষে এই উচ্চ শুল্ক মেনেই ভারতে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিল টেসলা।
ভারতে টেসলার গাড়ির এই আকাশছোঁয়া দামের মূল কারণ হলো দেশটির কঠোর আমদানি নীতি। ভারতে সম্পূর্ণ তৈরি গাড়ি আমদানি করলে তার উপর প্রায় ১০০% শুল্ক আরোপ করা হয়। অর্থাৎ, গাড়িটির মূল দামের উপর প্রায় সমপরিমাণ কর বসানো হয়েছে, যার ফলে দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ইলন মাস্ক বারবার এক্স-এ এই নীতির সমালোচনা করে বলেছিলেন যে, এই শুল্কের কারণে ভারতের সাধারণ মানুষের জন্য টেসলা কেনা প্রায় অসম্ভব। তথ্যসূত্র: রয়টার্স
ডিবিসি/জেআরওয়াই