ভারতের অন্যতম সেরা কোর্টরুম ড্রামা হিসেবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি ‘জলি এলএলবি’র আগের দুটি চলচ্চিত্র দারুণ সফল হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার তৃতীয় চলচ্চিত্র আনতে যাচ্ছেন নির্মাতারা।
‘জলি এলএলবি’র প্রথম সিনেমাটিতে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ার্সি। এর পরেরটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এবার তৃতীয় কিস্তিতে দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে। কোর্টরুমে তাদের লড়াই শুরু হতে যাচ্ছে আগামী বছরের শুরুর দিকেই।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির ‘জলি এলএলবি ৩’-এর শুটিং আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে। সুভাষ কাপুর চিত্রনাট্যটি সম্পূর্ণ করেছেন এবং এ বছরের শেষ দিকে প্রাক-প্রোডাকশন শুরু করবেন।
আদালতের প্রেক্ষাপটে ভালো এবং মন্দের মধ্যে সংঘর্ষ নিয়েই তৃতীয় কিস্তির গল্প হতে যাচ্ছে। পরিচালক বুদ্ধিমত্তার সঙ্গে একটি গল্পরেখা তৈরি করেছেন, যা উভয় জলির উপস্থিতিকে সমানভাবে ফুটিয়ে তুলবে এবং সিনেমার গল্প অনুসারে তারা ছয় বছরের বিরতির পর কোর্টরুমে ফিরে একে অন্যের মুখোমুখি হবে।
প্রতিবেদন অনুসারে, আগের দুই কিস্তির অভিনেতা সৌরভ শুক্লা এবারও বিচারক হিসেবে অভিনয় করবেন। এ ছাড়া অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সি দ্বিতীয়বারের মতো একসঙ্গে হাজির হচ্ছেন পর্দায়।
এর আগে এই জুটি ‘বচ্চন পান্ডে’ সিনেমায় অভিনয় করেছেন। যদিও বক্স অফিসে মোটেই সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। তবে ‘জলি এলএলবি ৩’ নিয়ে ভক্তদের প্রত্যাশা অনেক। দীর্ঘদিন ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন সিনেমাটির ঘোষণার। অবশেষে পর্দায় আসতে যাচ্ছে জনপ্রিয় এই কোর্টরুম ড্রামা চলচ্চিত্রটি।
ডিবিসি/ এইচএপি