স্ত্রী-সন্তানের মৃত্যুর ৪ দিন পর মানবিক বিবেচনায় জামিন পাওয়া বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দাম যশোর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) কারাগারে জামিনের আদেশ আসার পরে ২টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। যশোর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র জেল সুপার আসিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত সোমবার মানবিক বিবেচনায় হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করেন।
সাদ্দামের ভাই শহিদুল ইসলাম জানান, প্রশাসন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন। সন্ধ্যায় বাড়ি পৌঁছানোর পর তার স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেছেন। সেখানে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এদিকে সাদ্দামের মুক্তির সংবাদে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কারাফটকে যশোরের গণমাধ্যমকর্মীদের অপেক্ষা করতে দেখা গেছে। কারাকর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের মুক্তির বিষয়ে পরিষ্কার কোনো তথ্য না দেওয়ায় ক্ষুব্ধ জেলার গণমাধ্যমকর্মীরাও।
কারাফটকের বাইরে থেকে বারবার কর্তৃপক্ষের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি। সন্ধ্যায় কারাগারের অতিরিক্ত দায়িত্বে থাকা সিনিয়র জেল সুপার জেলা প্রশাসকের সহকারী কমিশনার আসিফ উদ্দীন বলেন, দুপুরে সাদ্দামের মুক্তি হয়ে গেছে। সব আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
ডিবিসি/ এইচএপি