অবশেষে ফিরলেন মোহাম্মদ শামি। প্রায় ১ বছর ১ মাসের অপেক্ষা শেষ করে আবার ভারতের জাতীয় দলে ফিরছেন অভিজ্ঞ এই পেসার। জানুয়ারির ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফের জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে শামিকে। ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর থেকেই ভারত দলের বাইরে শামি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গিয়েছেন তিনি। এর আগে বোর্ডার-গাভাস্কার সিরিজে তাকে নেওয়া হতে পারে এমন গুঞ্জন চাউর হয়েছিল জোরেশোরে।
তবে গোড়ালির চোট সারিয়ে বাংলা রাজ্যের হয়ে রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় খেললেও ফিটনেস নিয়ে সমস্যা ছিল শামির। পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল নেওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। তা ছাড়া বাংলার হয়ে খেলতে নেমে হাঁটুতে হালকা চোটও পেয়েছিলেন। তাই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় শামিকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শনিবার অবশেষে সুর্যকুমার যাদবকে অধিনায়ক করে ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা মিলল শামির। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলেও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা হয়নি। ভারতীয় গণমাধ্যমগুলোর ভাষ্য, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় ওয়ানডে সিরিজে নাও থাকতে পারেন শামি। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা থেকেই আসতে পারে এমন সিদ্ধান্ত।
১৫ জনের দলে জায়গা পাননি জাসপ্রিত বুমরাহ। পিঠের চোটের জন্য অস্ট্রেলিয়া সিরিজে সিডনি টেস্টের শেষ ইনিংসে বল করা হয়নি। শঙ্কা আছে বড় ইনজুরির। যদিও সে সম্পর্কে কোনো তথ্যই এখন পর্যন্ত জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টির এই স্কোয়াডে নেই ঋশাভ পান্তের নামটাও। স্কোয়াডের দুই উইকেটরক্ষক ধ্রুব জুড়েল এবং সাঞ্জু স্যামসন।
সুর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, হার্শিত রানা, ধ্রুব জুড়েল, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর।
ডিবিসি/ এসএসএস